• মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:১৭
সর্বশেষ :
যুবদলনেতা শামীম হ’ত্যার ঘা’ত’ক স্ত্রী বৃষ্টি ও শালক গ্রেফতার তালা হাসপাতালে রোগী নেওয়ার নাম করে ভ্যান চু’রি ব্রিটিশ শাসনামল ১৮৬৭সালে প্রতিষ্ঠিত পৌরসভা আবারো ফিরে পাওয়ার দাবী কালিগঞ্জে ধুলিয়াপুর হাইস্কুলে দু’র্নী’তি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রে’ফ’তা’র শ্যামনগরে নদীর চর দ’খ’ল করে গড়ে তোলা রিসোর্ট উচ্ছেদ করলো প্রশাসন আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী সাতক্ষীরা সীমান্তের ওপারে আ’ট’ক এএসপি আরিফুজ্জামান শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরের বরসা রিসোর্ট সেন্টারের পুকুরের পানিতে ডু’বে যুবকের মৃ’ত্যু

মিলিশিয়াদের হামলায় কঙ্গোতে ২৫ বেসামরিক নিহত

প্রতিনিধি: / ১৮২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের একটি গ্রামে এক হামলায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। শনিবার ইতুরির বুনিয়া শহর থেকে ৭০ কিলোমিটার উত্তরপশ্চিমে গালায়ি গ্রামে হামলার ঘটনাটি ঘটে বলে সরকারি এক মুখপাত্র নিশ্চিত করেছেন। জাতিসংঘের এক নথিও হামলার ঘটনাটি নিশ্চিত করেছে বলে রয়টার্স জানিয়েছে। স্থানীয় এক গ্রাম প্রধান ও সুশীল সমাজের এক নেতা গত রোববার জানিয়েছেন, মিলিশিয়া গোষ্ঠী কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গো (সিওডিইসিও) এসব হত্যাকান্ড ঘটিয়েছে। কঙ্গোর সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে অনেকগুলো মিলিশিয়া গোষ্ঠী তৎপর রয়েছে, তাদের মধ্যে সিওডিইসিও অন্যতম। স্থানীয় গ্রাম প্রধান বানজালা ড্যানি ও সুশীল সমাজের নেতা ভিতাল টুংগুলো রয়টার্সকে জানান, শনিবার ১০ জনের মৃতদেহ পাওয়ার পর গত রোববার আরও ১৫ জনের মৃতদেহ পাওয়া যায়। রয়টার্স জাতিসংঘের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন দেখেছে, সেখানে এ হামলা ও হত্যাকাÐের ঘটনা নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি ইতুরি প্রদেশের গভর্নরের মুখপাত্র জুলেস নগোনগোও হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। উভয়েই ওই হামলার ঘটনায় প্রাথমিকভাবে ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল। “বিচারের মাধ্যমে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে,” বলেছেন নগোনগো। চলতি বছরের শুরু থেকেই সিওডিইসিও তাদের হামলার সংখ্যা বাড়িয়েছে। এতে ইতুরিতে মানবাধিকার পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে বলে জাতিসংঘের যৌথ মানবাধিকার দপ্তর (ইউএনজেএইচআরও) মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে। মার্চে প্রকাশিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রতিবেদনে বলা হয়, কঙ্গোর পূর্বাঞ্চলে অধিকাংশ বেসামরিক হত্যার জন্য দায়ী সিওডিইসিও ও তাদের মিত্র আরেক মিলিশিয়া গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ)।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com