• শনিবার, ১০ মে ২০২৫, ০২:২৬
সর্বশেষ :
দেবহাটার ইছামতি নদীতে জালে ধরা পড়লো বিশাল এক কচ্ছপ ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধ র্ষ ণের অভিযোগে ধ র্ষ ক আটক কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে বিজিবির টহল জোরদার, সহায়তায় প্রস্তুত এলাকাবাসী কৃষ্ণনগরে চোর-চক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার সম্পদ লুট শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন শ্যামনগরে সরকারি জায়গা দখলের হিড়িক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের বিষ্ণুপুরে শত্রুতার জেরে বৃক্ষ নিধন করেছে দূ র্বৃ ত্তরা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সাংবাদিককে কারাদন্ড দেওয়া সেই ইউএনওকে অবশেষে রংপুরে বদলী

সিনেমাতেও নোংরা রাজনীতি ঢুকে পড়েছে: পূজা চেরী

প্রতিনিধি: / ১৭৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

বিনোদন: চলতি বছরের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পূজা চেরী ও আদর আজাদ অভিনীত নতুন সিনেমা ‘লিপস্টিক’। তবে এ সিনেমা নিয়ে আক্ষেপের শেষ নেই অভিনেত্রীর। ভালো মানের সিনেমা হওয়ার পরও নানা জটিলতার শিকার সিনেমাটি। আর এজন্য নোংরা রাজনীতিকে দায়ী করেছেন পূজা। স¤প্রতি সংবাদমাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে পূজা বলেন, সিনেমাটি নিয়ে শুধু অভিনয়শিল্পীরা নয়, বিপাকে পড়েছেন কলাকুশলরাও। ভালোমানের সিনেমা হওয়ার পরও স্টার সিনেপ্লেক্সে কোনো শো নেই সিনেমাটির। পূজা আরও বলেন, হল নিয়ে ‘লিপস্টিক’ সিনেমার এমন বেহাল দশার জন্য নোংরা রাজনীতিই দায়ী। দুঃখের সাথে বলছি, সিনেমাতেও নোংরা রাজনীতি ঢুকে পড়েছে। এভাবে চলতে থাকলে বাংলা সিনেমার অনেক ক্ষতি হয়ে যাবে। এদেশে ভালো কিছু তৈরি করলেই তা আটকানোর জন্য অসাধুরা তা আটকে রাখতে চেষ্টা করে। এতে করে দর্শক পর্যন্ত ভালো সিনেমা পৌঁছতে পারছে না।এবারের ঈদে মুক্তি পাওয়া ‘লিপস্টিক’ প্রদর্শিত হচ্ছে মাত্র আটটি হলে। অনেকেই হল মালিককে অনুরোধ করে, জোর করে আবার অন্য সিনেমাকে হটিয়ে নিজের সিনেমা চালানোর মতো নোংরা রাজনীতি করে সফল হয়েছেন। এতে করে ভালো ছবি দেখা থেকে দর্শক যেমন বঞ্চিত হচ্ছে, আর্থিক ক্ষতির মুখে পড়ছে সিনেমা সংশ্লিষ্টরাও। পূজার কথার সঙ্গে একমত পোষণ করেছেন এ সিনেমার নায়ক ও প্রযোজক আদর। কিছু দিন আগে কাঙ্খিত হল সংখ্যা না পেয়ে মিডিয়ার সামনেই কান্নায় ভেঙে পড়েন চিত্রনায়ক। জানান, মায়ের জমানো টাকা এমনকি নিজের গাড়ি বিক্রি করে দিয়ে এ সিনেমা নির্মাণ করেছেন। কিন্তু অসুস্থ প্রতিযোগিতার কারণে প্রত্যাশিত ও ন্যায্য প্রেক্ষাগৃহ পায়নি তার প্রযোজিত সিনেমাটি। প্রসঙ্গত, ‘লিপস্টিক’ সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা কামরুজ্জামান রোমান। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও আদর আজাদ। আরও রয়েছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, জায়েদ খান প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com