কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
/ ২৪৯
দেখেছেন:
পাবলিশ:
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
শেয়ার করুন
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ এপ্রিল, ২৪ ইং সকাল ১১টায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভার প্রথম সেশনে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান।
প্রথম সেশনে সভাপতি তার বক্তব্য প্রদান পরবর্তী ক্লাবের কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। পরে ক্লাবের পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে সহকারী অধ্যাপক ইয়াছিন আলীকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য চারজন সদস্য হলেন যথাক্রমে কে.এম রেজাউল করিম, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, মজনুর রহমান, রিয়াজুল ইসলাম আলম।
সভায় আগামী ১ মাসের মধ্যে নতুন কমিটি গঠন ও যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সাংগঠনিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।