• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯
সর্বশেষ :
না.গঞ্জ সদরে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরার ভূমিকা ইতিহাসের পাতার স্বর্নাক্ষরে জ্বলজ্বল করবে অনধিকাল ধরে তফসিল: ১০ ডিসেম্বর সিইসির বক্তব্য ধারণ করবে বিটিভি ও বেতার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্য পেশায় থাকতে পারবেন না আজ ঐতিহাসিক পাইকগাছার কপিলমুনি মুক্ত দিবস দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মশার উৎপাতে অতিষ্ঠ সাতক্ষীরাবাসী: প্রতিকার দাবি জাতীয় নির্বাচন প্রক্রিয়া স্থগিতের আবেদন জানিয়ে করা রিট খারিজ তালায় নবাগত ইউএনও’র সাথে সুধীজনদের মতবিনিময় সভা ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

‘মোনা: জ্বীন টু’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে এলো

প্রতিনিধি: / ২৭৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বিনোদন: আসন্ন ঈদুল ফিতরে ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে একগুচ্ছ সিনেমা। এর মধ্যে অন্যতম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা: জ্বীন ২’। ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য ছাড়পত্রও পেয়েছে সিনেমাটি। এবার প্রকাশ্যে এলো ‘মোনা: জ্বীন টু’ সিনেমার ট্রেলার। গত শুক্রবার জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে ‘মোনা: জ্বীন ২’র ট্রেলারটি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে “মোনা: জ্বীন-টু’র ট্রেলার ক্লিপ। সবাইকে একা হেড ফোন লাগিয়ে ট্রেলার দেখার অনুরোধ রইল (যদি সম্ভব হয়)।” ট্রেলারে দেখা যায়, মোনার বাবা-মা ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ অনেক রাতে শব্দ পেয়ে ঘুম থেকে উঠে যায় মোনার বাবা। উঠে শুনতে পান, মোনা যেন কার সঙ্গে কথা বলছে। পরে মোনার মাকে ডেকে তুলে মেয়ের ঘরে গিয়ে দেখেন এত রাতে খাটের ওপর বসে আছেন মোনা। মোনা তাঁর বাবাকে বলে খাটের নিচে কে যেন বসে আছে! মেয়ের কথা শুনে চেক করতে গিয়ে তিনি দেখেন খাটের ওপরেও বসে আছে মোনা, নিচেও বসে আছে মোনা। মেয়ের এমন অবস্থা দেখে আঁতকে ওঠেন মোনার বাবা-মা। জানা গেছে, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ‘মোনা: জ্বীন ২’ চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জ্বীনের উৎপাত শুরু হলে বাড়ির মালিক সেটি মাদরাসাকে ভাড়া দেন। কিন্তু জ্বীনের উৎপাত সইতে না পেরে বাড়িটি ছেড়ে দেয় মাদরাসার ছাত্র ও শিক্ষকরা। বাড়িটিতে জ্বীন কেন উৎপাত করছে? আসলে কি কারও ক্ষতি করতে চায় নাকি অন্য কোনো সমস্যা রয়েছে? মূলত এসব প্রশ্ন সামনে রেখেই এগিয়েছে সিনেমাটির গল্প। সিনেমাটির নাম ভ‚মিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। এ ছাড়া আরও রয়েছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল, তারিক আনাম খান, দীপা খন্দকার, সামিনা বাশার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com