• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮
সর্বশেষ :
৩২ঘন্টা পর শিশু সাজিদকে জীবিত উদ্ধার শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের আগামীকাল থেকে মাঠে নামবে নির্বাহী ম্যাজিস্ট্রেট না.গঞ্জে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন উপলক্ষে রাইটার্স ক্লাবের প্রস্তুতিমূলক সভা পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন সড়ক দুর্ঘটনায় আহত নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু ও শেষ কবে? দুই দিনেও ৯০ ফুট গভীর সরু গর্তে থেকে শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি আশাশুনিতে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত পাইকগাছায় সরদার বাড়ির মেয়ে রত্নগর্ভা ডালিমের ত্যাগ, শাসন আর সাফল্যের অনন্য গল্প

অস্ট্রেলিয়া দলে ধাক্কা বাংলাদেশ সফরের আগে

প্রতিনিধি: / ২২২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

স্পোর্টস: সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আজ শনিবার বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার মেয়েদের। তবে সফরে আসার আগেই অজি মেয়েদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে চোট। চোটে পড়ে এই সফর থেকে ছিটকে গেছেন পেসার ডারিস ব্রাউন। শুধু বাংলাদেশ সফর নয়, বাঁ পায়ের হাড়ের সমস্যার কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে ব্রাউনকে। স্ক্যানে এই পেসারের বাঁ পায়ের নাভিকিউলার হাড়ে স্ট্রেস ধরা পড়েছে। একই ধরনের চোটে দুই ধাপে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন ব্রাউনের স্বদেশি পেসার টায়লা ভ্যালেমিককে। বাংলাদেশ সফর দিয়ে দলে ফিরেছেন ভ্যালেমিক। ব্রাউনকে নিয়ে তাই বাড়তি সতর্ক অস্ট্রেলিয়ার মেডিক্যাল বিভাগ। ২১ বছর বয়সী এই পেসার চোট কাটিয়ে কবে মাঠে ফিরতে পারবেন, এ নিয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ধারণা করা হচ্ছে, তাঁর ফিরতে লম্বা সময়ই লাগবে। আপাতত সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ব্রাউনের ফেরার মঞ্চ হিসেবে ভাবা হচ্ছে। ব্রাউনের জায়গায় ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে অফ স্পিনার গ্রেস হ্যারিসকে। ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার আগে শুধু টি-টোয়েন্টি দলে ছিলেন। অস্ট্রেলিয়া দলে চোট সমস্যা আছে আরো। স্টান্ডবাই দলে থাকা অলরাউন্ডার হেদার গ্রাহাম অপ্রকাশিত চোটে দলের সঙ্গে বাংলাদেশে আসছেন না।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com