• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯
সর্বশেষ :
দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়রানি মূলক মামলায় বেগম জিয়াকে সাত বছর কারাগারে রাখা হয়েছে- এ্যাড. নিতাই রায় চৌধুরী স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার ডুমুরিয়ায় এক ঘন্টার দুধের হাট বিক্রয় হয় লক্ষ লক্ষ টাকা

ঋতুরাজ এবার মোস্তাফিজদের নেতা

প্রতিনিধি: / ২৩০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

স্পোর্টস: ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। সেই আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে গত বৃহস্পতিবার মাঠে নামে গেল আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যেখানে চেন্নাইয়ের স্কোয়াডে ছিলো বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। এই ম্যাচে মাঠে নামার আগে নেতা পরিবর্তন করেছে চেন্নাই। গত বৃহস্পতিবার পাঁচ বারের ট্রফিজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দায়িত্ব ছেড়ে দেওয়ায় নতুন নেতা হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। এবারের আসরে অংশগ্রহণ করবে মোট ১০টি দল। অনুষ্ঠিত হবে মোট ৭৪টি ম্যাচ। অন্যদিকে এবার আইপিএল চলাকালীন সময়ে দেশটিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। যার কারণে ১৫ দিনে মোট ২১টি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। প্রথম দফায় প্রকাশিত সূচিতে মোস্তাফিজের দল চেন্নাইয়ের ম্যাচ আছে চারটি। আইপিএলের এখন পর্যন্ত সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। এই দুই দলের শিরোপার সংখ্যা পাঁচটি করে। এছাড়াও আইপিএলের দুই বার করে শিরোপা জেতা দল কলকাতা নাইট রাইর্ডাস ও সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে এবারের আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসাবে খেলবেন মোস্তাফিজ। এর আগে ২০২৩ সালে অর্থাৎ গেল মৌসুমে তিন বাংলাদেশি ক্রিকেটার ডাক পেয়েছিলেন। এবার চেন্নাইয়ে থাকা দ্য ফিজ গতবার ছিলেন দিল্লি ক্যাপিটালসে। তিনিও দুই ম্যাচের বেশি খেলার সুযোগ পাননি। এবার কয়টি ম্যাচে সুযোগ পান বাংলাদেশি পেসার, সেটিই দেখার বিষয়। এবারের মৌসুমে নিজেদের নাম পরিবর্তন করেছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও খুব বেশি পরিবর্তন আসেনি। বেঙ্গালুরু থেকে হয়েছে বেঙ্গালুরু।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com