• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০১
সর্বশেষ :
পাইকগাছায় সরদার বাড়ির মেয়ে রত্নগর্ভা ডালিমের ত্যাগ, শাসন আর সাফল্যের অনন্য গল্প কোন দলে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? এখনই কার্যকর নয় দুই উপদেষ্টার পদত্যাগ, জানা গেল কারণ শ্যামনগরে নিরাপদ সুপেয় ও কৃষি কাজে ব্যবহার উপযোগী পানির সহজলভ্যতা বৃদ্বির জন্য অ্যাডভোকেসী সভা পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা না.গঞ্জ সদরে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরার ভূমিকা ইতিহাসের পাতার স্বর্নাক্ষরে জ্বলজ্বল করবে অনধিকাল ধরে তফসিল: ১০ ডিসেম্বর সিইসির বক্তব্য ধারণ করবে বিটিভি ও বেতার

কঙ্গনা বিলাসবহুল মার্সিডিজ কিনলেন

প্রতিনিধি: / ২২৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

বিনোদন: রাজনীতিতে যোগদানের পরই নতুন গাড়ি কিনলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। গত রোববার সকালে মুম্বাইয়ে নতুন গাড়িতে চড়ে পাপারাৎজিদের সামনে হাজির হন বলিউড ‘কুইন’। কঙ্গনার এই গাড়িটি মার্সিডিজ মেব্যাক জিএলএস। কঙ্গনার আরও একটি মার্সিডিজ গাড়ি রয়েছে, মার্সিডিজ মেব্যাক এস ৬৮০। ভারতীয় বিভিন্ন প্রতিবেদন অনুসারে, কঙ্গনার কেনা নতুন মার্সিডিজ মেব্যাক জিএলএস গাড়ির দাম ২.৪৩ কোটি টাকা। বেশ কয়েকজন বলিউড তারকা যেমন- অর্জুন কাপুর, আয়ুষ্মান খুরানা, নীতু কাপুর এবং রণবীর সিংয়ের মতো তারকাদের গ্যারেজে রয়েছে এই গাড়ির কালেকশন। এটি কঙ্গনার দ্বিতীয় মার্সিডিজ গাড়ি। কঙ্গনার কাছে ছিল মার্সিডিজ মেব্যাক এস ৬৮০, যার দাম ৩.৬ কোটি টাকা। মেনস এক্সপি’র রিপোর্ট অনুসারে, একটি বিএমডবিøউ ৭ সিরিজের ৭৩০ এলডি, একটি মার্সিডিজ জিএলই ৩৫০ডি সাভ এবং একটি অডি কিউ-৩ রয়েছে কঙ্গনার গাড়ির কালেকশনের মধ্যে। মুম্বাইয়ে তাঁর দুটি সম্পত্তি রয়েছে, যার একটি অফিস এবং একটি বাড়ি। ২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনের হাত ধরেই রাজনীতির ময়দানে পা রাখলেন কঙ্গনা রানাওয়াত। বিজেপির পক্ষ তাঁকে টিকিট দেওয়া হয়েছে। পদ্ম শিবিরের হয়ে তিনি এবার হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে লড়বেন। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই প্রচার শুরু করে দিলেন হিমাচলের মান্ডির ঘরের মেয়ে কঙ্গনা। এরই মাঝে তাঁর নতুন গাড়ি কেনার খবর এসেছে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি।’ ভারতের জরুরি অবস্থার উপর ভিত্তি করে তৈরি এই সিনেমাতে কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের , শ্রেয়াস তালপাড়ে , মহিমা চৌধুরী এবং মিলিন্দ সোমান। সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন কঙ্গনা নিজেই।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com