• শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:২৮
সর্বশেষ :
জনসভায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী হাবিব, শারীরিক অবস্থার উন্নতি সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক হস্তান্তর সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি সাতক্ষীরা সদর থানার অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাসহ ৭ আসামি আটক পাটকেলঘাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা না.গঞ্জে হজযাত্রীদের ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন মুশিউর রহমান ডুমুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সাথে নির্বাচনী সভা কলারোয়ায় জনসভায় হাবিবুল ইসলাম হাবিব, সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস কেউ ঝগড়া পাঁকাতে আসলে ছেড়ে দেওয়া হবে না: ডাঃ শফিকুর রহমান

করনীয় কী ল্যাপটপ চার্জ না হলে ?

প্রতিনিধি: / ৭০৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

আইটি: বাসায় বা অফিসে ল্যাপটপে কাজ করার সময় বিভিন্ন সমস্যা দেখা দেয়। নতুন বা পুরোনো- যেকোনো অবস্থায় এ সমস্যা দেখা দিতে পারে। বাসায় ল্যাপটপে চার্জজনিত কোনো সমস্যা হলে এই উপায়গুলো ফলো করতে পারেন-
সাধারণ সমস্যা:
চার্জ না হওয়ার পেছনে সবচেয়ে সাধারণ ভুল হলো পাওয়ার অ্যাডাপ্টারে প্লাগ ইন করা হয়েছে কিনা বা সুইচ চালু করা হলো কিনা। বেশিরভাগ ক্ষেত্রে এ ভুল অনেকেই করে থাকেন। এছাড়াও ল্যাপটপের চার্জিং পোর্টে চার্জিং পিনটি প্লাগ করেছেন কি না সেটি চেক করতে হবে।
চার্জার চেক:
অনেক সময় চার্জার ঠিক মতো কাজ করে না। তাই ল্যাপটপ ও পাওয়ার আউটলেটে চার্জারটি সঠিকভাবে প্লাগ করা আছে কি না তা নিশ্চিত করতে হবে।
চার্জিং পোর্ট পরীক্ষা:
চার্জিং পোর্টও ল্যাপটপের চার্জ না হওয়ার কারণ হতে পারে। তাই চার্জিং পোর্টে কোনো ময়লা আছে কি না দেখে নিতে হবে। যদি সেটি হয়, নরম-ব্রিস্টেড ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পোর্ট খারাপ হয়েছে কি না তাও চেক করতে হবে।
ব্যাটারি নষ্ট:
ল্যাপটপের ব্যাটারি সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় হয়। তাই ল্যাপটপ যদি কয়েক বছর পুরনো হয়, সম্ভাবনা রয়েছে যে ব্যাটারিটি আর চার্জ নিতে পারছে না। সেক্ষেত্রে ব্যাটারি পাল্টে নিতে হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com