• সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮
সর্বশেষ :
তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা সভা দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার সমাপনী উত্তরণের উদ্যোগে ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনিত এ্যাড নিতাই রায় চৌধুরী শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলা মামলায় আরও ১জন গ্রেপ্তার পরকীয়া প্রেমের জেরে সাতক্ষীরার গোয়ালপোতায় যুবককে নি*র্যা*তন করার অভিযোগ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আইজিপি এনসিপি ছাড়লেন তাসনিম জারা ফতুল্লার ক্যালিক্স প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

গুগল হারানো মোবাইল খুঁজে দেবে

প্রতিনিধি: / ৬৭৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

আইটি: তথ্যপ্রযুক্তির এই যুগে এখন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে হাতের স্মার্ট মোবাইল ফোনটি। মোবাইল ফোন ছাড়া যেন এক মুহূর্তও চলা কঠিন। তাই তো মোবাইল ফোন হঠাৎ হারিয়ে গেলে বা খুঁজে না পেলে চিন্তার শেষ থাকে না। এমনটা প্রায়ই হয়ে থাকে যে মোবাইল ফোনটি সাইল্যান্ট করে রেখেছেন বা কোথাও ঘুরতে গিয়ে হারিয়ে ফেলেছেন। এমন অবস্থায় মোবাইলটি খুঁজে খুঁজে হয়রান না হয়ে সাহায্য নিন গুগলের। যেকোন মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখতে হবে। হারানো মোবাইলে লগইন থাকা জিমেইল সাইনইন করুন। মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগলে। তবে এই কৌশলে সফল হতে হলে একটি বিষয় নিশ্চিত হতে হবে। আপনার হারিয়ে যাওয়া ফোনে ইন্টারনেট চালু থাকতে হবে। অবশ্য নেট বন্ধ থাকলেও হতাশ হওয়ার কিছু নেই। কারণ আপনার ফোনটি চুরি হয়ে গেলে কিংবা অন্য কেউ কুড়িয়ে পেলে নিশ্চয়ই তিনি কোনো না কোনো সময় নেট অন করবেন। তখন আপনি ফোনের সর্বশেষ অবস্থান জানতে পারবেন। এখানে আরেকটি বিষয়, যখন আপনি গুগলের মাধ্যমে ফোনটি খুঁজছেন, তখন আপনার হারিয়ে যাওয়া ফোনে নেট অন থাকলে লোকেশন দেখানোর সময় গুগলের আইকন সবুজ হয়ে যাবে। ওই সময় নেট অফ থাকলে সর্বশেষ অবস্থান দেখাবে, আর আইকন হবে ধূসর। লোকেশন অফ থাকলেও ফোন কোন এলাকায় আছে, সেটি আপনি দেখতে পাবেন। আর লোকেশন অন থাকলে গুগল ম্যাপের সাহায্যে একদম সঠিক অবস্থানে চলে যেতে পারবেন। এবার ঘরের কোথাও পড়ে থাকা মোবাইল খুঁজে পেতে যেকোন মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখতে হবে। হারানো মোবাইলে লগইন থাকা জিমেইল সাইনইন করুন। মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগলে। ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিন। তারপর ‘রিং’ অপশন সিলেক্ট করুন (প্লে সাউন্ড-এ ক্লিক করুন)। এবার আপনার সাইলেন্ট ফোনটি ফুল ভলিউমে রিং বাজতে শুরু করবে। যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে পেয়ে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোনে রিং বাজতেই থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com