• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০২:৪১
সর্বশেষ :
তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত তালার হাজরাকাটিতে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পেট্রোল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটায় গনভোট ও বাল্য বিবাহ নিরোধ সম্পর্কে অবহিত করতে মহিলা সমাবেশ শ্যামনগরে বাঘ বিধবাকে হ*ত্যার উদ্দেশ্যে ধা*রালো দা দিয়ে কু*পিয়ে গুরুতর জ*খম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে সাতক্ষীরার রাজনৈতিক মাঠ দেবহাটায় উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে সমন্বয় সভা সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার আশাশুনির আরার দারুল উলুম কওয়ামী মাদ্রাসা নানামুখী সমস্যায় জর্জরিত: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের কমিটি গঠন নিয়ে আবারও তালবাহানা

কালিগঞ্জ প্রতিনিধি / ২০১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪
কমিটি গঠন নিয়ে আবারও তালবাহানা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন/ গঠন নিয়ে অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুল হাকিম এর বিরুদ্ধে আবারও নানান তালবাহানার অভিযোগ উঠেছে। মিটিংয় আহবান করেই লাপাত্তা হয়ে যায় প্রধান শিক্ষক।

 

এনিয়ে গুঞ্জন আবারও চাওর হয়ে উঠেছে। জানাগেছে, বিগত ১৭/১০/২০২৩ তারিখে কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষক আব্দুল হাকিমকে সাময়িক বরখাস্ত করলে যশোর বোর্ড বরাবর আবেদন করেন আব্দুল হাকিম। তারই আবেদনের প্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কালিগঞ্জ সাতক্ষীরাকে তদন্তের দায়িত্ব অর্পন করেন। তদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে গত ৩০/০৬/২০২৪ তারিখে যশোর শিক্ষা বোর্ড ০৬/৪৯৬৯/৩৭, ১১,৪০৪১,৫০১,০১,৬,২০,১৮০৩৪ নং স্বারকে এর পত্র মোতাবেক আব্দুল হাকিমকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন এবং ম্যানেজিং কমিটির সভাপতিকে প্রবিধান মালার ২০২৪, ১৬/ এর (গ) ধারা অনুযায়ী দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।

 

প্রবিধিমালা ২০২৪ এর প্রবিধান ১৩ ধারা অনুযায়ী অবশিষ্ট মেয়াদে সভাপতি নির্বাচনের নির্দেশ প্রদান করলেও প্রধান শিক্ষক আব্দুল হাকিম স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিধিদের উপস্থিতির মিটিং আহবান করেণ রবিবার (০৭/ ০৭/ ২০২৪) বিকাল ৩ টায়। উক্ত মিটিংয়ে উপস্থিত সদস্যদের মধ্যে হতে একজন সভাপতি নির্বাচন করা হবে এই মোতাবেক একটি লিখিত নোটিশ কমিটির সদস্যদের নিকট পাঠানো হয়। সে মোতাবেক রবিবার সকল সদস্য সভাপতি নির্বাচন উপলক্ষে উপস্থিত হন। কিন্তু বিগত সময়ের মতো প্রধান শিক্ষক স্কুলের অফিস কক্ষ তালাবদ্ধ করে লাপাত্তা হয়ে যান। মিটিংয়ে আগত সকল সদস্য একাধিক বার তার ব্যাবহারিত মোবাইল নম্বরে (০১৭১৯- ৫০৪১৩৮) যোগাযোগ করলেও তা বন্দ দেখায়।

 

বিষয়টি ইতিমধ্যে চেয়ারম্যান যশোর শিক্ষা বোর্ড্, জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরাকে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com