• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩
সর্বশেষ :
দেবহাটায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালনে প্রস্তুতি সভা শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক স্বপদে পুনর্বহল খুলনায় ৯ বছরের শিশুকে ধ র্ষণের চেষ্টাকারীকে মারধোর করে পুলিশে সোপর্দ ককটেল বোমা ও অস্ত্রসহ বিস্ফোরক মামলার আসামি মুরাদকে গ্রেফতার করেছে র‍্যাব আশাশুনিতে ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস পালন দেবহাটায় জলবায়ু সচেতনতায় স্টেকহোল্ডারগনের সাথে কর্মশালা নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ

চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের কমিটি গঠন নিয়ে আবারও তালবাহানা

কালিগঞ্জ প্রতিনিধি / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪
কমিটি গঠন নিয়ে আবারও তালবাহানা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন/ গঠন নিয়ে অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুল হাকিম এর বিরুদ্ধে আবারও নানান তালবাহানার অভিযোগ উঠেছে। মিটিংয় আহবান করেই লাপাত্তা হয়ে যায় প্রধান শিক্ষক।

 

এনিয়ে গুঞ্জন আবারও চাওর হয়ে উঠেছে। জানাগেছে, বিগত ১৭/১০/২০২৩ তারিখে কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষক আব্দুল হাকিমকে সাময়িক বরখাস্ত করলে যশোর বোর্ড বরাবর আবেদন করেন আব্দুল হাকিম। তারই আবেদনের প্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কালিগঞ্জ সাতক্ষীরাকে তদন্তের দায়িত্ব অর্পন করেন। তদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে গত ৩০/০৬/২০২৪ তারিখে যশোর শিক্ষা বোর্ড ০৬/৪৯৬৯/৩৭, ১১,৪০৪১,৫০১,০১,৬,২০,১৮০৩৪ নং স্বারকে এর পত্র মোতাবেক আব্দুল হাকিমকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন এবং ম্যানেজিং কমিটির সভাপতিকে প্রবিধান মালার ২০২৪, ১৬/ এর (গ) ধারা অনুযায়ী দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।

 

প্রবিধিমালা ২০২৪ এর প্রবিধান ১৩ ধারা অনুযায়ী অবশিষ্ট মেয়াদে সভাপতি নির্বাচনের নির্দেশ প্রদান করলেও প্রধান শিক্ষক আব্দুল হাকিম স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিধিদের উপস্থিতির মিটিং আহবান করেণ রবিবার (০৭/ ০৭/ ২০২৪) বিকাল ৩ টায়। উক্ত মিটিংয়ে উপস্থিত সদস্যদের মধ্যে হতে একজন সভাপতি নির্বাচন করা হবে এই মোতাবেক একটি লিখিত নোটিশ কমিটির সদস্যদের নিকট পাঠানো হয়। সে মোতাবেক রবিবার সকল সদস্য সভাপতি নির্বাচন উপলক্ষে উপস্থিত হন। কিন্তু বিগত সময়ের মতো প্রধান শিক্ষক স্কুলের অফিস কক্ষ তালাবদ্ধ করে লাপাত্তা হয়ে যান। মিটিংয়ে আগত সকল সদস্য একাধিক বার তার ব্যাবহারিত মোবাইল নম্বরে (০১৭১৯- ৫০৪১৩৮) যোগাযোগ করলেও তা বন্দ দেখায়।

 

বিষয়টি ইতিমধ্যে চেয়ারম্যান যশোর শিক্ষা বোর্ড্, জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরাকে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com