• শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০২:২৪
সর্বশেষ :
১২নং বল্লী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত ৩০তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাতক্ষীরার আহমাদুল্লাহ খালিদের ১ম স্থান অর্জন নারায়ণগঞ্জে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় জলবায়ু সহনশীল মাছ চাষে জীবনজীবিকায় সমৃদ্ধি আসে না.গঞ্জ সদরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ ব্যাংকের বুথ প্র’ত্যা’হার ঠেকাতে কৃষ্ণনগর বাজার ব্যবসায়ীদের মান’বব’ন্ধন শেখ হাসিনার বহরে হা’ম’লা মা’ম’লায় সাবেক এমপি হাবিবসহ সব আসামির খালাস, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল কোমরপুরে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা ক্যাম্পেইন ডুমুরিয়ায় সিনজেন্টা কোম্পানি রিটেইলার মতবিনিময় কর্মশালা

চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের কমিটি গঠন নিয়ে আবারও তালবাহানা

কালিগঞ্জ প্রতিনিধি / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪
কমিটি গঠন নিয়ে আবারও তালবাহানা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন/ গঠন নিয়ে অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুল হাকিম এর বিরুদ্ধে আবারও নানান তালবাহানার অভিযোগ উঠেছে। মিটিংয় আহবান করেই লাপাত্তা হয়ে যায় প্রধান শিক্ষক।

 

এনিয়ে গুঞ্জন আবারও চাওর হয়ে উঠেছে। জানাগেছে, বিগত ১৭/১০/২০২৩ তারিখে কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষক আব্দুল হাকিমকে সাময়িক বরখাস্ত করলে যশোর বোর্ড বরাবর আবেদন করেন আব্দুল হাকিম। তারই আবেদনের প্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কালিগঞ্জ সাতক্ষীরাকে তদন্তের দায়িত্ব অর্পন করেন। তদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে গত ৩০/০৬/২০২৪ তারিখে যশোর শিক্ষা বোর্ড ০৬/৪৯৬৯/৩৭, ১১,৪০৪১,৫০১,০১,৬,২০,১৮০৩৪ নং স্বারকে এর পত্র মোতাবেক আব্দুল হাকিমকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন এবং ম্যানেজিং কমিটির সভাপতিকে প্রবিধান মালার ২০২৪, ১৬/ এর (গ) ধারা অনুযায়ী দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।

 

প্রবিধিমালা ২০২৪ এর প্রবিধান ১৩ ধারা অনুযায়ী অবশিষ্ট মেয়াদে সভাপতি নির্বাচনের নির্দেশ প্রদান করলেও প্রধান শিক্ষক আব্দুল হাকিম স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিধিদের উপস্থিতির মিটিং আহবান করেণ রবিবার (০৭/ ০৭/ ২০২৪) বিকাল ৩ টায়। উক্ত মিটিংয়ে উপস্থিত সদস্যদের মধ্যে হতে একজন সভাপতি নির্বাচন করা হবে এই মোতাবেক একটি লিখিত নোটিশ কমিটির সদস্যদের নিকট পাঠানো হয়। সে মোতাবেক রবিবার সকল সদস্য সভাপতি নির্বাচন উপলক্ষে উপস্থিত হন। কিন্তু বিগত সময়ের মতো প্রধান শিক্ষক স্কুলের অফিস কক্ষ তালাবদ্ধ করে লাপাত্তা হয়ে যান। মিটিংয়ে আগত সকল সদস্য একাধিক বার তার ব্যাবহারিত মোবাইল নম্বরে (০১৭১৯- ৫০৪১৩৮) যোগাযোগ করলেও তা বন্দ দেখায়।

 

বিষয়টি ইতিমধ্যে চেয়ারম্যান যশোর শিক্ষা বোর্ড্, জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরাকে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com