• শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:০৫
সর্বশেষ :
সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশরাফুজ্জামান আশু কৃষ্ণনগরে ফুটবল প্রতীকের জনসভায় নজরকাড়া উপস্থিতি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতাকর্মী বহিষ্কার আশাশুনিতে আঘাতে নিহত মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনের জানাজা সম্পন্ন ডুমুরিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা তালায় জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বাংলাদেশ–ভারত কোস্ট গার্ডের তত্ত্বাবধানে আটক জেলেদের বন্দি বিনিময়, পরিবারের কাছে হস্তান্তর আমি এমপি নির্বাচিত হলে সবার বিয়ের ব্যবস্থা করব জনসভায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী হাবিব, শারীরিক অবস্থার উন্নতি সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক হস্তান্তর

দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
দেবহাটার প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

দেবহাটার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় স্কুল মাঠে অনুষ্ঠিত উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক এনামুল হক বাবলু। স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অহিদুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রধান শিক্ষক আব্দুল জব্বার, প্রধান শিক্ষক তহিরুজ্জামান, প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা  রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক ইসরাইল আশিক মাগফুর, স্কুলের শিক্ষার্থী আব্দুল কাদের প্রমুখ।
বক্তারা এসময় বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ শিক্ষকতা জীবনের আদর্শিক কাজ, শিক্ষার মান উন্নয়ন ও স্কুলের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা প্রধান শিক্ষক এনামুল হক বাবলুর আদর্শে উজ্জীবীত হওয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com