• শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫
সর্বশেষ :
শ্যামনগরের পার্শ্বেমারী গ্রামে পানি শোধনাগারের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার দিনের ভোট রাতে নয়, আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা দেবহাটার পারুলিয়া ও কুলিয়ার ৪টি গ্রামকে অপু’ষ্টি’মুক্ত ঘোষণা সাতক্ষীরা-১: তরুণ নেতা আরিফুজ্জামান মামুনের জনপ্রিয়তা বাড়ছে দেবহাটায় শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নগরঘাটায় জামায়াতে ইসলামীর জরুরী বৈঠক অনুষ্ঠিত দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার সুধী সমাবেশ দেবহাটায় প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা শ্যামনগরে সরকারিভাবে নিলামকৃত জমি ও মৎস্য ঘের জো’র’পূর্বক দ’খ’লের চেষ্টা

দেবহাটায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসুচি, ১৪৪ ধা রা জা রি

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১১৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসুচি, ১৪৪ ধারা জারি

সাতক্ষীরার দেবহাটা উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকাল ৬টা থেকে সম্মেলনস্থল দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও গাজীরহাট বাজারসহ আশেপাশের এলাকায় উক্ত ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

 

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, দেবহাটার গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেবহাটা উপজেলার একটি ইউনিয়ন শাখার সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। এ কারণে সেখানে সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধি অনুসারে ১৪৪ ধারা জারি করা হয়।

আদেশে আরো জানানো হয়, সম্মেলনস্থল শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, গাজীরহাট বাজার ও তার আশপাশে এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলারক্ষাকারী সংস্থার কর্মকর্তা কর্মচারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনো প্রকার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন করতে পারবে না। সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মাইকিং, মাইক্রোফোন, লাউড স্পিকার ইত্যাদি ব্যবহার। সভা সমাবেশের উদ্দেশ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, ১৪৪ ধারা জারি করার পর এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্যঃ এর আগে আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসুচি ঘিরে উত্তেজনাকে কেন্দ্র করে উক্ত তিনটি উপজেলায়ও ১৪৪ ধারা জারি করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com