• বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১:৫৩
সর্বশেষ :
শ্যামনগরে খুচরা সার ডিলারদের মানববন্ধন তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত সাতক্ষীরার নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার না.গঞ্জ সদরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ডিসি রায়হান কবির সাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শীতের আগমনীতে কুমড়া বড়ি দিতে ব্যস্ত সময় পার করছে ডুমুরিয়ার গৃহিণীরা বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না: হাসিনা সরকার কালিগঞ্জের পল্লীতে পানিতে ডুবে করুন মৃ ত্যু হয়েছে দুই শিক্ষার্থীর উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁয় শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন 

নওগাঁ প্রতিনিধি / ২১৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
শিক্ষকের অপসারণের দাবিতে  মানববন্ধন 

নওগাঁর রানীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সাদেকুল ইসলাম পিটুর সাথে ছাত্রীর অনৈতিক কাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সচেতন অভিভাবক ও এলাকাবাসী শিক্ষক পিটুর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রানীনগর উপজেলার সামনে রানীনগর -আবাদপুকুর রাস্তায় অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন শিক্ষাপ্রতিষ্ঠান একটি পবিত্র জায়গা।
শিক্ষকরা সমাজের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি। যদি এমন প্রতিষ্ঠানে শ্রদ্ধেয় ব্যক্তিদের নৈতিক স্খলন ঘটে তার ওই প্রতিষ্ঠানে থাকার কোন অধিকার নেই। সেহেতু পিটু মাস্টারের ওই প্রতিষ্ঠানে চাকরি করার অধিকার নেই। দ্রুত তার বিচারের জোর দাবি জানায়। এলাকাবাসীর সুত্রে জানা যায়, কয়েক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিটু মাস্টার ও তার ছাত্রীর মধ্যকার অনৈতিক ভিডিও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসী বার বার বিক্ষোভ প্রতিবাদ জানালেও রহস্যময় কারনে তিনি চাকরিতে বহাল থাকেন। বিগত সরকারের আমলে স্থানীয় নেতাদের সঙ্গে রাতের অন্ধকারে রফা-দফা হওয়ার অভিযোগ রয়েছে।
উক্ত মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,  নিরাপদ সমাজ চাই এর আহবায়ক মেজবাউল হক লিটন, রানীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, প্রভাশক মোস্তাক আহমেদসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com