• সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫
সর্বশেষ :
সাতক্ষীরায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম অনুষ্ঠিত তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা সভা দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার সমাপনী উত্তরণের উদ্যোগে ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনিত এ্যাড নিতাই রায় চৌধুরী শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলা মামলায় আরও ১জন গ্রেপ্তার পরকীয়া প্রেমের জেরে সাতক্ষীরার গোয়ালপোতায় যুবককে নি*র্যা*তন করার অভিযোগ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আইজিপি

পঞ্চগড়ে মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধার স্ত্রীকে নিয়ে যড়যন্ত্র  

প্রতিনিধি: / ২৮২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

পঞ্চগড়ে মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধার স্ত্রীকে নিয়ে যড়যন্ত্রের অভিযোগ করেছেন পরিবার।
দৈনিক কালবেলায় প্রকাশিত মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরুর স্ত্রী
রেজিয়া ইসলামকে রাজাকারের সন্তান হিসেবে প্রকাশ করা হয়েছে। এ সংবাদের কোন ভিত্তি নেই,মিথ্যা বানোয়াট,এর প্রতিবাদ জানিয়েছেন,রেজিয়া ইসলামের ছেলে মো.আনোয়ার সাদাত সম্রাট। তিনি  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।
তিনি বলেন,আমার মা রেজিয়া ইসলাম ১৯৯৭ সালে পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৭ সালে তিনি পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন।
মুক্তিযুদ্ধের কোন তালিকাতেই রেজিয়া ইসলামের বাবা মরহুম আলহাজ্ব খামিরউদ্দীন প্রধান রাজাকারের তালিকায় নেই।মুক্তিযুদ্ধে পঞ্চগড় বইটি পড়ুন রাজাকারের তালিকাটি পাবেন।
রেজিয়া ইসলাম সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী।এর আগে কখনো কেউ এ কথা তুলার চেষ্টাও করেননি।এটা যে ষড়যন্ত্র এটা স্পষ্ট।ঠিক মনোনয়ন বাছাই চলছে আজকে সম্পন্ন হল তার আগেই ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই ষড়যন্ত্র করে এ সংবাদটি প্রকাশ করানো হয়েছে।
তিনি আরো বলেন,আমাদের বাসা থেকেও পঞ্চগড় আওয়ামীলীগের অনেক কর্মকান্ড পরিচালিত হয়েছিল।ষড়যন্ত্র যারা করছে তারা চায় কিভাবে এ পরিবারটিকে আওয়ামীলীগের মুলধারা থেকে সরিয়ে দিতে পারলে তারা আরো লাভবান হবে।আমরা মনে করছি ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।সবাই বুঝে গেছে জনগণ আমাদের এবং আমার মায়ের সাথে আছে,থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com