• মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৬:২৬
সর্বশেষ :
সাতক্ষীরায় র’হ’স্য’জ’ন’কভাবে নি’খোঁ’জ তরুণী, থানায় সাধারণ ডায়েরি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মাগুরায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্ম-বিরতি দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও আলোচনা সভা আশাশুনিতে নবাগত এসিল্যান্ড যোগদান পাটকেলঘাটায় ৯ মাসের গ’র্ভা’ব’স্থায় ২ সন্তানের জননীর আ’ত্ম’হ’ত্যা! মণিরামপুরে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন তালায় সোনা চো’রাচা’লানের ভাগাভাগির দ্ব’ন্দে হ’ত্যা’র চেষ্টা, আ’ট’ক ৩ কর্মসূচি ব্যবস্থাপনার উপর সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

পরিচালক জোনাথন গ্লেজার ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে এলেন

প্রতিনিধি: / ২৪৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

বিনোদন: এ বছর অস্কারের মঞ্চে গাজায় চলমান সহিংসতা নিয়ে কথা বলেছেন যে কয়জন, তাঁদের মধ্যে অন্যতম অস্কার বিজয়ী পরিচালক জোনাথন গ্লেজার। গত ১০ মার্চ সেরা আন্তর্জাতিক বৈশিষ্ট্যের জন্য অস্কার জিতেছে গ্লেজারের চলচ্চিত্র ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। পুরস্কার পাওয়ার পর নিজের ভাষণে তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। অস্কার মঞ্চে গ্লেজার গাজায় অসহায়দের প্রতি নিজের সহমর্মিতা জানান এবং এই চলমান আগ্রাসন বন্ধের আহবান জানান। তবে জার শুধু মুখেই বুলি আওড়াননি, বাস্তবেই তিনি মাঠে নেমেছেন গাজাবাসীর পক্ষে। ফিলিস্তিনিদের চিকিৎসা সহায়তার জন্য নিজের সিনেমার পোস্টার নিলামে তুলেছেন অস্কার বিজয়ী পরিচালক জোনাথন গেøজার। গত ২ এপ্রিল এ নিলাম শুরুর পর থেকে এরই মধ্যে ৫২ হাজার ৮০০ ডলারের (৫৭ লাখ ৫৫ হাজার টাকা) অনুদান সংগ্রহ হয়েছে। গত মঙ্গলবার ‘জোন অব ইন্টারেস্ট’ প্রযোজক জেমস উইলসনের সঙ্গে নিজের ছবির সাতটি পোস্টার নিলামে তোলেন জোনাথন গ্লেজার। যেখানে ২০১৪ সালে নিজের সিনেমা ‘আন্ডার দ্য স্কিন’-এর পোস্টারও নিলামে তোলেন তিনি। এসব পোস্টারে গ্লেজার, উইলসন এবং সুরকার মাইকা লেভির অটোগ্রাফ রয়েছে। ফলে অনেকেই সেটি লুফে নিতে আগ্রহ প্রকাশ করছেন। এরই মধ্যে নিলামে তিন হাজর ৪৫০ ডলার দাম উঠেছে এসব পোস্টারের। এ ছাড়া সহযোগিতাও করছেন অনেকেই। ছয় মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলমান রয়েছে। গত রোববার ছিল আগ্রাসনের ১৮৪তম দিন। ইসরায়েলি বাহিনীর অবিরত হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ১৭৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায়ও ৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com