• শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:১১
সর্বশেষ :
সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশরাফুজ্জামান আশু কৃষ্ণনগরে ফুটবল প্রতীকের জনসভায় নজরকাড়া উপস্থিতি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতাকর্মী বহিষ্কার আশাশুনিতে আঘাতে নিহত মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনের জানাজা সম্পন্ন ডুমুরিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা তালায় জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বাংলাদেশ–ভারত কোস্ট গার্ডের তত্ত্বাবধানে আটক জেলেদের বন্দি বিনিময়, পরিবারের কাছে হস্তান্তর আমি এমপি নির্বাচিত হলে সবার বিয়ের ব্যবস্থা করব জনসভায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী হাবিব, শারীরিক অবস্থার উন্নতি সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক হস্তান্তর

বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের মানুষ যেন শান্তিতে থাকে: মো. আব্দুস শহীদ

প্রতিনিধি: / ৩১৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ বলেছেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের মানুষ যেন শান্তিতে থাকে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা সবার কাজ হচ্ছে মানুষের ভালো-মন্দ দেখা। মানুষের কল্যাণ হয় এমন কাজ খুঁজে বের করা। শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মিশন রোডস্থ কৃষিমন্ত্রীর নিজ বাসভবনে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক অনুদান দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কাউকে না খেয়ে থাকতে হয় না। এ ছাড়া অর্থের অভাবে চিকিৎসার জন্য কেউ মারা যাক আওয়ামী লীগ সরকার সেটাও চায় না। তাই সরকারিভাবে চিকিৎসার জন্য আমরা দরিদ্র-অসচ্ছল মানুষদের চিকিৎসা খাতে আর্থিক অনুদান দেই। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার নয়জন রোগীর চিকিৎসা বাবদ এককালীন ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক দেন কৃষিমন্ত্রী। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) স›দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, ফিল্ড সুপারভাইজার সেলিম উদ্দিন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান আজাদ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজল হক। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com