• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:৪৭
সর্বশেষ :
তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক আওয়ামীলীগ নেতার নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে ডুমুরিয়ায় ফুলকপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২ বাউখোলায় ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী

ভারতের দমদম জেলখানায় ১৮ মাস ধরে বন্দী বাংলাদেশীর মৃ ত্যু

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১০৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫

ভারতের কারাগারে ১৮ মাস ধরে বর্ন্দী অবস্থায় কাটানো এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। আশরাফ হোসেন (৪৮) শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র। অসুস্থ তার কারনে গত ৬ মার্চ রাতে পশ্চিমবঙ্গের দমদম জেলখানায় তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন নিহতের বাড়িতে যেয়ে সমবেদনা জানিয়েছেন।

 

আশরাফের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম জানান, কাজের সন্ধানে অবৈধভাবে আঠার মাস পূর্বে ভারতে যাওয়ার সময় আশরাফ আটক হন। একপর্যায়ে অবৈধ অনৃপ্রবেশের অভিযোগে তাকে তিন বছর কারাদন্ড দেয়া হয়। অসুস্থ হলেও পরিবারের সদস্যরা নিয়মিত যোগাযোগ রাখতে পারার মধ্যে ৭ মার্চ তার মৃত্যুর খবর এসেছে। যোগাযোগের অভাবে ঠিকমত চিকিৎসা করানো যাচ্ছিল না বলেও তিনি দাবি করেন।

 

এদিকে বিষয়টি জানতে পেরে কিছু সহায়তা সামগ্রী নিয়ে শনিবার সকালে নিহতের পরিবারের পাশে ছুটে যান শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড: সুব্রত কুমার। স্থানীয় ইউপি সদস্য শেখ শাহিনুর বলেন, মৃতদেহ দেশে আনার জন্য চেষ্টা চলছে। আশরাফের স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান আছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন কৈখালী ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী কাগুচী দমদম জেল থেকে আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষনিকভাবে কিছু খাদ্য এবং নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে পরিবারটিকে। মৃত আশরাফের পরিবারের পাশে থাকার প্রতিশ্রতি দেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com