• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৮:২৫
সর্বশেষ :
তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক আওয়ামীলীগ নেতার নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে ডুমুরিয়ায় ফুলকপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২ বাউখোলায় ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী

মালাইকা পুত্রের ভার্জিনিটি নিয়ে প্রশ্ন করে সমালোচনার মুখে

প্রতিনিধি: / ৬৪২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বিনোদন: বলিউড তারকা মালাইকা আরোরা ও আরবাজ খানের পুত্র আরহান খান। এখনো অভিনয়ে নাম লেখাননি তিনি। স¤প্রতি ‘ডাম্ব বিরিয়ানি’ শিরোনামে একটি পডকাস্ট চালু করেছেন আরহান। এ অনুষ্ঠানের প্রথম পর্বে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আরবাজ টুকরা ও তার ভাই সোহেল খান। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে মেহমান হয়েছেন আরহানের মা মালাইকা আরোরা। এতে উপস্থিত হয়ে পুত্রের ভার্জিনিটি নিয়ে প্রশ্ন করে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। গত মঙ্গলবার ইনস্টাগ্রামে শেয়ার সাধন হয়েছে ‘ডাম্ব বিরিয়ানি’ অনুষ্ঠানের প্রোমো। তাতে দেখা যায়, মালাইকা নিজের ছেলে আরহান খানকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কবে ভার্জিনিটি হারিয়েছো?’ অর্থাৎ যৌনমিলনের অভিজ্ঞতা কবে হয়েছে? এ প্রশ্নের উত্তরে আরহান বলেন, ‘ওয়াও’। অথচ মালাইকা পুত্র আরহানের দিকে তাকিয়ে বলেন, ‘ওর দম বন্ধ হয়ে আসছে। আমাকে সত্যি উক্তি বলো। জাস্ট বøাডি গিভ মি আ আনসার।’ অনুষ্ঠানটির প্রশ্নোত্তর পর্বের একটা পর্যায়ে আরহান তার মাকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কি সমাজের নিয়ম ভাঙতে চাইছেন?’ এমন প্রশ্নে বিস্ময় প্রকাশ করে মালাইকা বলেন, ‘একেবারেই না।’ এরপর আরহান তার মার পাশে জানতে চান, কবে বিয়ে করছেন তিনি। যদিও এর সঠিক উত্তর মেলেনি। ছেলের পাশে এত ব্যক্তিগত বিষয় জানতে চেয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছেন মালাইকা। নেটিজেনরা তাকে ‘লজ্জাহীন নারী’ বলে কটাক্ষ্য করছেন। তবে নেটিজেনদের প্রতিক্রিয়া নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মালাইকা। ১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের শেষ টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com