• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৪২
সর্বশেষ :
শ্যামনগরে বাঘ বিধবাকে হ*ত্যার উদ্দেশ্যে ধা*রালো দা দিয়ে কু*পিয়ে গুরুতর জ*খম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে সাতক্ষীরার রাজনৈতিক মাঠ দেবহাটায় উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে সমন্বয় সভা সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার আশাশুনির আরার দারুল উলুম কওয়ামী মাদ্রাসা নানামুখী সমস্যায় জর্জরিত: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি: দেবহাটায় দুই চোরসহ তিনজন গ্রেফতার ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না-খুলনা জেলা প্রশাসক মনিরামপুরের রাজগঞ্জে ভাসমান সেতু দেখতে উপচে পড়া ভিড় মহীয়সী সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের কবি কাজী আনিসুল হক

মেম্বার পদপ্রার্থী জহর হাসান সাগরের পক্ষে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

তালা প্রতিনিধি / ৩৪৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ জুন, ২০২৪

তালায় গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ।

 

রবিবার (১৬ জুন ) দুপুর ১ টার সময় ১২নং খলিলনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাজরা কাটী ও কাটবুনিয়া মেম্বার পদপ্রার্থী জহর হাসান সাগরের পক্ষে গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি যেয়ে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

হাজরাকাটী গ্রামের সন্তান জহর হাসান সাগর প্রকৃতি প্রেমিক একাধিক মানবিক সংগঠন ও রক্তদানসহ বিভিন্ন ভাবে সাধারণ মানুষের পাশে থেকে সব সময় সেবা প্রদান করে আসছেন।

 

এছাড়াও তিনি একাধিক প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সঙ্গে যুক্ত থেকে নিরলস ভাবে সংবাদকর্মী হিসাবে কাজ করেন।

 

এ সময় তিনি বলেন, আমাদের চারপাশের মানুষ কিভাবে ঈদ করবে, করতে পারছে কি না, তা দেখা আমাদের সকলের দায়িত্ব। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পেরেছি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি আপনারা সবাই দোয়া করবেন আগামীতে যেন আমি এলাকাবাসীর জন্য ভালো কিছু করতে পারি।

 

ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা জানান, জহর হাসান সাগর এক জন ভালো মনের মানুষ যখন ডাকি সব সময় তাকে আমরা পাশে পাই। আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন উনাকে আগামীতে ১নং ওয়ার্ডের মেম্বার হিসেবে মানুষকে সেবা করার সুযোগ করে দেন।

 

তারা আরো বলেন এই ঈদে ঈদ সামগ্রী পেয়ে আমরা অনেকটা আনন্দিত। এই অভাবের সংসারে যতটুকু সাহায্য পেয়েছি এবার ঈদ টা সুন্দরভাবে করতে পারব এবং উনার জন্য শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

এসময় ঈদ সামগ্রী বিতরণ করেন মোঃ সাইফুল্লাহ মোড়ল, সিহাব মোড়ল, আনার সরদার প্রমুখ ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com