• সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:০১
সর্বশেষ :
তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা সভা দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার সমাপনী উত্তরণের উদ্যোগে ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনিত এ্যাড নিতাই রায় চৌধুরী শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলা মামলায় আরও ১জন গ্রেপ্তার পরকীয়া প্রেমের জেরে সাতক্ষীরার গোয়ালপোতায় যুবককে নি*র্যা*তন করার অভিযোগ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আইজিপি এনসিপি ছাড়লেন তাসনিম জারা ফতুল্লার ক্যালিক্স প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে স্কুল ছাত্রীর বাল্য বিবাহ প্রতিবাদ করায়  স্বাস্থ্যকর্মীকে লাঞ্ছিত 

প্রতিনিধি: / ২৬৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক:  বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বাঁধা দেওয়ায় স্বাস্থ্যকর্মী মো. আবুবকর সিদ্দিককে লাঞ্ছিতের কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ দায়ের।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামের বাবুল শিকদারের স্কুল পড়ুয়া কণ্যা পার্শ্ববতী শরণখোলা উপজেলার খোন্তাকাটা মাধ্যমিক বিদ্যায়ের ১০ শ্রেনীর এক শিক্ষার্থীকে পারিবারিকভাবে বাল্য বিবাহ  দেয় খোন্তাকাটা গ্রামের আবু মুসা খানের সাথে। এ ঘটনার প্রতিবাদ করায় বানিয়াখালী বড়পরী কমিউনিটি ক্লিনিকের (সিএইচসিপি) মো. আবুবকর সিদ্দিককে ছাত্রীর পিতা বাবুল শিকদার অশ্লীল ভাষায় গালমন্দ করে লাঞ্ছিত করে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বাস্থ্যকর্মী আবুবকর সিদ্দিক।  এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাস বলেন, বাবুল শিকদারের মেয়ে তার বিদ্যালয়ে ১০ম শ্রেনীর ছাত্রী। সে গত ২৩ জানুয়ারি থেকে অনুপস্থিত। তবে, বিবাহ হয়েছে কিনা সে বিষয়ে অবহিত নয়।
সিএইচসিপি আবুবকর সিদ্দিক বলেন, বাল্যবিবাহের বিষয় স্কুল ছাত্রীর পিতাকে আইনকানুন সর্ম্পকে অবহিত করা হলেও ওই পিতা তার ওপর চড়াও হয়ে গালমন্দ, একপর্যায়ে মামলায় জড়ানোর হুমকি দেন।
ছাত্রীর মা লাভলী খানম বলেন, তার মেয়ের শুধুমাত্র বাংলা সড়া হয়েছে। অনুষ্ঠানিকভাবে নিকাহ রেজিষ্টি করা হয়নি। আবুবকরের সাথে গালমন্দের কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, অভিযোগটি তদন্তের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com