• শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৪
সর্বশেষ :
ওসমান হাদি হত্যা : জবানবন্দি দিলেন প্রধান প্রত্যক্ষদর্শী রিকশাচালক তারেক রহমানের সমাবেশ ঘিরে এ আই ছবির ছড়াছড়ি ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলা মামলায় ৩জন গ্রেপ্তার জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন সাকিব ! আশাশুনির তালবেড়িয়ায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করলেন ইউএনও জামায়াতের দিকেই ঝুঁকছে এনসিপি, আসন সমঝোতা প্রায় চূড়ান্ত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ বেতনা নদী খননের মাটি লুটপাটে পুলিশের বাঁধা : হামলায় আহত দুই পুলিশ সদস্য : থানায় মামলা তারেক রহমানের সফরসঙ্গী যারা

রাশিয়া-ইউক্রেন ৪৯টি ড্রোন ভুপাতিত করেছে

প্রতিনিধি: / ২৮৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বিদেশ : রাশিয়া ও ইউক্রেন গতকাল শুক্রবার বলেছে, তারা গত রাতে কয়েক ডজন ড্রোন ভুপাতিত করেছে। দুই দেশের বিমানবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এএফপি বলেছে, দুই দেশই যুদ্ধের প্রসারিত সম্মুখ সারি থেকে একে অপরের লক্ষ্যবস্তুতে আক্রমণ শুরু করেছে। দুই বছরের যুদ্ধে ব্যাপকভাবে ড্রোন ব্যবহৃত হয়েছে। এসব ড্রোন বিস্ফোরক দিয়ে ভর্তি ছিল এবং অনুসন্ধানের জন্য উন্নত ক্যামেরা যুক্ত ছিল। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া তাদের ভ‚খÐে গত রাতে ৩৭টি ইরানি ধাঁচের ‘শাহেদ’ কামিকাজে ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। টেলিগ্রামের একটি পোস্টে তারা বলেছে, ‘যুদ্ধকালীন অভিযানের ফলে কিরোভোগ্রাদ, ওডেসা, খেরসন, মাইকোলাইভ ও খারকিভ অঞ্চলে ৩৩টি শাহেদ ড্রোনকে গুলি করে ভ‚পাতিত করা হয়েছে।’ অন্যদিকে মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে ১৬টি ইউক্রেনীয় ড্রোনকে বাধা দিয়েছে। প্রায় ১৫টি দক্ষিণ ভলগোগ্রাদ অঞ্চলে ধ্বংস হয়েছে, যার নিকটতম অংশটি পূর্ব ইউক্রেনের সম্মুখ সমর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। পাশাপাশি বেলগোরোড সীমান্ত অঞ্চলে আরেকটি ড্রোন গুলি করে ভ‚পাতিত করা হয়েছে। গণমাধ্যমটি বলেছে, ২০২২ সালের ফেব্রæয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে বেলগোরোড একাধিক গোলাবর্ষণ ও বিমান হামলার শিকার হয়েছে। গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, উত্তর-পূর্ব ইউক্রেনীয় খারকিভ অঞ্চলে, গত রাতে রুশ হামলায় তিন বছরের শিশুসহ পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া খারকিভেও ঘন ঘন গোলা, রকেট ও ড্রোন হামলা হয়। সিনেগুবভ জানালা ধ্বংস হওয়া সারি সারি দোকান এবং একটি আবাসিক ভবনের পাশে রাস্তায় গর্তের ছবি পোস্ট করেছেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com