• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:২৯
সর্বশেষ :
মুসলিমা খাতুন: গৃহিণী থেকে স্বাবলম্বী মাছচাষি ধানমন্ডি ৩২ ঘিরে রেখেছেন সেনাসদস্যরা, যান চলাচল এখনো বন্ধ শেখ হাসিনার রায় নিয়ে বিবৃতি দিলো ভারত শ্যামনগর আবাদ চন্ডিপুর খোসালখালী মৎস্যজীবী সমিতির অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু তফসিল ঘোষণার আগে দেশে না এলে ভোটার হতে পারবেন না তারেক রহমান আশাশুনিতে নাশকতা ঠেকাতে উপজেলাব্যাপী পুলিশের বিশেষ মহড়া আশাশুনিতে আধা-নিবিড় পদ্ধতিতে মাছ চাষের ভদ্রকান্ত সরকারের সফলতার গল্প ঢাকায় বড় পর্দায় সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার রায় ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থী- মহম্মদপুরে সেলিমা রহমান

রাশিয়া-ইউক্রেন ৪৯টি ড্রোন ভুপাতিত করেছে

প্রতিনিধি: / ২৬৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বিদেশ : রাশিয়া ও ইউক্রেন গতকাল শুক্রবার বলেছে, তারা গত রাতে কয়েক ডজন ড্রোন ভুপাতিত করেছে। দুই দেশের বিমানবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এএফপি বলেছে, দুই দেশই যুদ্ধের প্রসারিত সম্মুখ সারি থেকে একে অপরের লক্ষ্যবস্তুতে আক্রমণ শুরু করেছে। দুই বছরের যুদ্ধে ব্যাপকভাবে ড্রোন ব্যবহৃত হয়েছে। এসব ড্রোন বিস্ফোরক দিয়ে ভর্তি ছিল এবং অনুসন্ধানের জন্য উন্নত ক্যামেরা যুক্ত ছিল। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া তাদের ভ‚খÐে গত রাতে ৩৭টি ইরানি ধাঁচের ‘শাহেদ’ কামিকাজে ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। টেলিগ্রামের একটি পোস্টে তারা বলেছে, ‘যুদ্ধকালীন অভিযানের ফলে কিরোভোগ্রাদ, ওডেসা, খেরসন, মাইকোলাইভ ও খারকিভ অঞ্চলে ৩৩টি শাহেদ ড্রোনকে গুলি করে ভ‚পাতিত করা হয়েছে।’ অন্যদিকে মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে ১৬টি ইউক্রেনীয় ড্রোনকে বাধা দিয়েছে। প্রায় ১৫টি দক্ষিণ ভলগোগ্রাদ অঞ্চলে ধ্বংস হয়েছে, যার নিকটতম অংশটি পূর্ব ইউক্রেনের সম্মুখ সমর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। পাশাপাশি বেলগোরোড সীমান্ত অঞ্চলে আরেকটি ড্রোন গুলি করে ভ‚পাতিত করা হয়েছে। গণমাধ্যমটি বলেছে, ২০২২ সালের ফেব্রæয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে বেলগোরোড একাধিক গোলাবর্ষণ ও বিমান হামলার শিকার হয়েছে। গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, উত্তর-পূর্ব ইউক্রেনীয় খারকিভ অঞ্চলে, গত রাতে রুশ হামলায় তিন বছরের শিশুসহ পাঁচজন আহত হয়েছে। এ ছাড়া খারকিভেও ঘন ঘন গোলা, রকেট ও ড্রোন হামলা হয়। সিনেগুবভ জানালা ধ্বংস হওয়া সারি সারি দোকান এবং একটি আবাসিক ভবনের পাশে রাস্তায় গর্তের ছবি পোস্ট করেছেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com