• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:২০
সর্বশেষ :
গুলিবিদ্ধ হালিমার অবস্থা আশঙ্কাজনক, মামলা হয়নি খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুমু‌রিয়া উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার হি‌সে‌বে মিজ স‌বিতা সরকা‌রের পদায়ন ডুমুরিয়ায় গরু দিয়ে হালচাষ বিলুপ্তির পথে ব্রহ্মরাজপুর বাজারে খামারি প্রশিক্ষণ ও মতবিনিময় সভা নারায়ণগঞ্জে গ্রাম আদালতের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কুমড়োর বড়ি খুলে দিতে পারে কর্মসংস্থান, অর্থনীতির নতুন দিগন্ত কালিগঞ্জে পরকীয়া প্রেমিকার বাড়ি চিনিয়ে দেওয়ায় নারীর মাথায় গু লি খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে প্রায় দেড়লক্ষ টাকা জরিমানা

শ্যামনগরের আটুলিয়ার এফ-৯ স্লূইচ গেট সংরক্ষণ কমিটি অনুমোদন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১২৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ার বড়কুপট এফ-৯ স্লুইচ গেট সংরক্ষণ কমিটি অনুমোদিত হয়েছে।

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১,এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন স্বাক্ষরিত আলোকে জানা যায়, পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ১২ সদস্য বিশিষ্ট বড়কুপট এফ-৯ স্লুইচ গেট সংরক্ষণ কমিটি অনুমোদিত হয়েছে। নতুন কমিটির সদস্যরা হলেন- উপদেষ্টা পানি উন্নয়ন বিভাগ, সাতক্ষীরা -১ এর সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা, শিক্ষক -ঘের মালিক মাওলানা মাহবুবুর রহমান, সমাজসেবক-ঘের মালিক এম.এম আবুল কালাম, সভাপতি সমাজসেবক-ঘের মালিক বি.এম ওয়াজেদুর রহমান,সিনিঃ সহ-সভাপতি শিক্ষক -ঘের মালিক মাওলানা হাবিবুল্যাহ বাশার, সেক্রেটারী সংশ্লিষ্ট ইউপি সদস্য-ঘের মালিক স্বপন কুমার বৈদ্য,জয়েন্ট সেক্রেটারী মোঃ আল মাদানী, ক্যাশিয়ার জি.এম বুলবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য-ঘের মালিক জি.এম হাবিবুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক জি.এম আঃ জলিল,দপ্তর সম্পাদক মোঃ রেজাউল ইসলাম কয়াল, প্রচার সম্পাদক এম.এম আনিছুর রহমান, নির্বাহী সদস্য মোঃ মুজিবুর রহমান(ক্ষেত্র সহকারী-উপজেলা মৎস্য অফিস), নির্বাহী সদস্য মোঃ শামছুর রহমান (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) ও নির্বাহী সদস্য কমলা কান্ত মন্ডল (গেটম্যান ও কৃষক)। নতুন গঠিত গেট কমিটির মেয়াদ আগামী ৩০/৬/২০২৬ তারিখ পর্যন্ত।

 

বড়কুপট এলাকারবাসীর পক্ষে বি, এম ওয়াজেদুর রহমান কর্তৃক প্রস্তাবিত বড়কুপট এফ-১ স্লুইচ গেট সংরক্ষণ কমিটির আবেদনের প্রেক্ষিতে বিধিমোতাবেক যথাযথ কমিটি অনুমোদন দিতে সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা কৃষি অফিসার এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এর সুপারিশের আলোকে কতিপয় শর্ত সাপেক্ষে কমিটি অনুমোদন করা হয়।

 

অনুমোদিত পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। পূর্বের বিতর্কিত কমিটি বিলুপ্ত করে বিধিগতভাবে নতুন কমিটি গঠিত হওয়ায় সুপারিশকৃত সকলকে সহ পানি উন্নয়ন বিভাগ-১এর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com