• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩

শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সভা

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৬৫০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
সুন্দরবন সুরক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সভা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওয়াইল্ডটিম সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে সুন্দরবন সুরক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভার বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি শহিদুল ইসলাম।
স্বাগত বক্তব্য সহ সুন্দরবনের জীববৈচিত্র্য পরিচিতি ও বাঘের আক্রমনে আহত, নিহতদের ক্ষতিপূরণ বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক বক্তব্য রাখেন বাঘবন্ধু রনজিৎ বর্মন। ওয়াইল্ডটিম বিষয়ে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।
 বক্তব্য রাখেন শিক্ষক সঞ্জয় থান্দার, রোকনুজ্জামান,শিক্ষার্থী মোহনা মন্ডল প্রমুখ।  আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের মাধ্যমে বন্য প্রাণির ক্ষতি যাতে না হয় সে বিষয়ে অঙ্গিকার ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com