• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭
সর্বশেষ :
সরুলিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক তালায় কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেবহাটার কোঁড়া ফোরকানিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিরতণ বাবুখালীর ইতিহাস ঐতিহ্য বইয়ের মোড়ক উন্মোচন ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া কর্ণফুলীতে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা পেল ১১৭জন যাত্রী উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের

শ্যামনগরে শিকার করা হরিণের মা থা চা ম ড়াসহ মাং স উদ্ধার

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২৬০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে শিকারকৃত হরিণের মাথা চামড়া সহ আনুমানিক ১৫ কেজি মাংস উদ্ধার করেছে সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা৷ উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের কাউসার গাজীর ছেলে হাফিজুর রহমানের বাড়ি থেকে হরিণের ১ টি মাথা, ১ টি চামড়া, আনুমানিক ১৫ কেজি মাংস, দড়ির তৈরী ১২ টি ফাঁদ, গরান কাঠ উদ্ধার করেছেন ৷

 

গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের টেংরাখালী টঁহল ফাঁড়ীর ইনচার্জ বিল্লাল হোসেনের তথ্যমতে কৈখালী স্টেশনের চলতি দায়িত্ব কর্মকতা পিন্টু বারুই সঙ্গীয় সদস্যদের নিয়ে মঙ্গলবার ১৮ই জুন বিকালে অভিযান পরিচালনা করেন করেন ৷

 

বনবিভাগের উপস্থিতি টের পেয়ে হাফিজুর পালিয়ে যায় ৷ ঐ সময় তার স্ত্রী ঘরের পাশে থাকা গর্তে ডোবায় মাংস ফেলে দেয় ৷ বন বিভাগ তল্লাশি চালিয়ে গর্তে (ডোবা) থেকে ১ টি মাথা, ১ টি চামড়া, আনুমানিক ১৫ কেজি মাংস উদ্ধার করেন এবং বাড়িতে থাকা এ বোঝা গরান কাঠ জব্দ করেন ৷পরে বনবিভাগের অভিযান দলটি নদীর চরে বাঁধা হাফিজুরের নৌকা তল্লাশি করে ১২ টি দঁড়ির তৈরি ফাঁদ উদ্ধার করেন ৷

 

বনবিভাগের কৈখালী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বারুই বলেন, সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার দিক নির্দেশনায় কৈখালী ফরেস্ট স্টেশন, টেংরাখালির টহল ফাড়ি, মরাগাং টহল ফাড়ি, সিপিজি এবং ভি টি আর টি সদস্যদের নিয়ে যৌথ অভিযানে আমরা হাফিজুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করি কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷

 

পরে আমরা গ্রামবাসীদের এবং স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুলের উপস্থিতিতে আমরা তার বাড়ি এবং আঙ্গিনা তল্লাশি করে আনুমানিক ১৫ কেজি হরিনের মাংস একটি খন্ডিত মাথা, একটি চামড়া এবং হরিণ ধরার ১২ টি ফাঁদ সহ একটি নৌকা জব্দ করি। পরবর্তীতে তার বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com