• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২০
সর্বশেষ :
গুলিবিদ্ধ হালিমার অবস্থা আশঙ্কাজনক, মামলা হয়নি খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুমু‌রিয়া উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার হি‌সে‌বে মিজ স‌বিতা সরকা‌রের পদায়ন ডুমুরিয়ায় গরু দিয়ে হালচাষ বিলুপ্তির পথে ব্রহ্মরাজপুর বাজারে খামারি প্রশিক্ষণ ও মতবিনিময় সভা নারায়ণগঞ্জে গ্রাম আদালতের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কুমড়োর বড়ি খুলে দিতে পারে কর্মসংস্থান, অর্থনীতির নতুন দিগন্ত কালিগঞ্জে পরকীয়া প্রেমিকার বাড়ি চিনিয়ে দেওয়ায় নারীর মাথায় গু লি খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে প্রায় দেড়লক্ষ টাকা জরিমানা

শ্যামনগরে শিকার করা হরিণের মা থা চা ম ড়াসহ মাং স উদ্ধার

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে শিকারকৃত হরিণের মাথা চামড়া সহ আনুমানিক ১৫ কেজি মাংস উদ্ধার করেছে সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা৷ উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের কাউসার গাজীর ছেলে হাফিজুর রহমানের বাড়ি থেকে হরিণের ১ টি মাথা, ১ টি চামড়া, আনুমানিক ১৫ কেজি মাংস, দড়ির তৈরী ১২ টি ফাঁদ, গরান কাঠ উদ্ধার করেছেন ৷

 

গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের টেংরাখালী টঁহল ফাঁড়ীর ইনচার্জ বিল্লাল হোসেনের তথ্যমতে কৈখালী স্টেশনের চলতি দায়িত্ব কর্মকতা পিন্টু বারুই সঙ্গীয় সদস্যদের নিয়ে মঙ্গলবার ১৮ই জুন বিকালে অভিযান পরিচালনা করেন করেন ৷

 

বনবিভাগের উপস্থিতি টের পেয়ে হাফিজুর পালিয়ে যায় ৷ ঐ সময় তার স্ত্রী ঘরের পাশে থাকা গর্তে ডোবায় মাংস ফেলে দেয় ৷ বন বিভাগ তল্লাশি চালিয়ে গর্তে (ডোবা) থেকে ১ টি মাথা, ১ টি চামড়া, আনুমানিক ১৫ কেজি মাংস উদ্ধার করেন এবং বাড়িতে থাকা এ বোঝা গরান কাঠ জব্দ করেন ৷পরে বনবিভাগের অভিযান দলটি নদীর চরে বাঁধা হাফিজুরের নৌকা তল্লাশি করে ১২ টি দঁড়ির তৈরি ফাঁদ উদ্ধার করেন ৷

 

বনবিভাগের কৈখালী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বারুই বলেন, সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার দিক নির্দেশনায় কৈখালী ফরেস্ট স্টেশন, টেংরাখালির টহল ফাড়ি, মরাগাং টহল ফাড়ি, সিপিজি এবং ভি টি আর টি সদস্যদের নিয়ে যৌথ অভিযানে আমরা হাফিজুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করি কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷

 

পরে আমরা গ্রামবাসীদের এবং স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুলের উপস্থিতিতে আমরা তার বাড়ি এবং আঙ্গিনা তল্লাশি করে আনুমানিক ১৫ কেজি হরিনের মাংস একটি খন্ডিত মাথা, একটি চামড়া এবং হরিণ ধরার ১২ টি ফাঁদ সহ একটি নৌকা জব্দ করি। পরবর্তীতে তার বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com