• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:০৫
সর্বশেষ :
পাটকেলঘাটার খলিশখালীতে ২ কোটি ১০ লাখ টাকার ডাকাতি: তিনজন গ্রেপ্তার, উদ্ধার ৩ লাখ টাকা গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান আশাশুনিতে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা ও মিছিল ডুমুরিয়া- ফুলতলাকে উন্নত ও দুর্নীতিমুক্ত করতে সবার সমর্থন চাই- আলি আসগার লবি ব্রহ্মরাজপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  ৩২ বছরে দৈনিক পত্রদূত, পাটকেলঘাটা প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টিকটক করতে বাধা দেওয়ায় সাতক্ষীরায় গৃহবধূর আ*ত্মহ*ত্যা, মৃ*ত্যু ঘিরে নানা গুঞ্জন আমরা চাঁদাবাজ মুক্ত দেশ ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই-অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু ব্যাংদহায় সড়ক দূ*র্ঘটনায় বাইসাইকেল আরোহী নি*হত

সারা নতুন শুরুর অপেক্ষায়

প্রতিনিধি: / ২৭৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিউড অভিনেত্রী সারা আলি খান। গেল বছর প্রভিন কিল্পালানির গ্যাসলাইট ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে অভিষেক হয় তার। এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করলেন এ তারকা। ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেরে জন্য নির্মিত হয়েছে ‘মার্ডার মোবারক’ নামের ওয়েব সিরিজ। এখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে হাজির হবেন সাইফ আলি খানের কন্যা। তিনি সিরিজটির মুক্তির অপেক্ষায় রয়েছেন। নিশ্চিত হওয়া গেছে, ১৫ মার্চ মুক্তি পাবে মার্ডার মোবারক। ক্রাইম, রহস্য ও থ্রিলার ধাঁচে নির্মিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলিউডের একঝাঁক তারকা। এটি নির্মাণ করেছেন হমি আদাজানিয়া। সিরিজের ট্রেলার স¤প্রতি প্রকাশ করা হয়েছে। যেখানে রহস্যে ঘেরা সব চরিত্রের উপস্থিতি লক্ষ করা যায়। ট্রেলারে আভাস দেওয়া হয় খুনিদের বিশাল এক সা¤্রাজ্য নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। সিরিজে সারার চরিত্রে কী হবে তা নিয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে নেটফ্লিক্সের একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মার্ডার মোবারক সিরিজ দিয়ে আমি ওয়েব সিরিজে নাম লেখাতে যাচ্ছি। এটি আমার কাছে দুর্দান্ত লাগছে। কারণ সিরজটির গল্প এবং এর কাস্টিং তালিকা দারুণ। তারকাবহুল এ সিরিজে আমি অভিনয় করছি অসাধারণ একটি চরিত্রে। বলতে গেলে এমন একটি চরিত্রের মাধ্যমেই আমি ওয়েব সিরিজে নাম লেখাতে চেয়েছিলাম। আমার সে ইচ্ছে পূরণ হয়েছে। কাজটি করে আমি আনন্দিত। বাকি আনন্দ হবে দর্শককে মুগ্ধ করতে পারলে।’ ওয়েব সিরিজটি আট পর্বে মুক্তি দেওয়া হবে। প্রতি পর্বেই দর্শকের জন্য রাখা হবে টুইস্ট, এমনটাই জানিয়েছেন নির্মাতা। সিরিজে বলিউডের বাঘা বাঘা সব অভিনেতা ও অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে। যার একঝলক ট্রেলারে দেখানো হয়েছে। তারকাবহুল এ সিরিজে সারা আলি খান ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, ডিম্পল কাপাডিয়া, কারিশমা কাপুর, সঞ্জয় কাপুর, বিজয় ভার্মা, কুনাল খেমু, কিয়ারা সাদ, আশক সাবরা, অলক পানওয়ার ও টিসকা চোপড়ার মতো তারকারা।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com