• বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:৫৪
সর্বশেষ :
সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক হস্তান্তর সাংবাদিকদের কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে ইসি সাতক্ষীরা সদর থানার অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাসহ ৭ আসামি আটক পাটকেলঘাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা না.গঞ্জে হজযাত্রীদের ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন মুশিউর রহমান ডুমুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সাথে নির্বাচনী সভা কলারোয়ায় জনসভায় হাবিবুল ইসলাম হাবিব, সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস কেউ ঝগড়া পাঁকাতে আসলে ছেড়ে দেওয়া হবে না: ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা-২ আসনে শেষ মুহূর্তে ভোটে এসে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন সাবেক এমপি আশু

সুন্দরবনের গাছের ডাল থেকে এক বয়স্ক নারীকে উদ্ধার করেছে জেলেরা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২১১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুড়ঝুলি খালের পাড়ের গাছ থেকে এক বৃদ্ধা নারীকে উদ্ধার করে নিয়ে আসে জেলেরা, গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁ এর ছেলে আলমগীর ও তার সঙ্গী রহমান গাজী দুই কাঁকড়া শিকারী জেলে।

 

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তার কাছে নাম শুনলে তিনি বলেন নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে নাম রফিকুল। এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। কিছুটা মানুসিক ভারসম্যহীন বলে ধারনা করছেন এলাকাবাসী।

কাঁকড়া জেলে গাবুরার আলমগীর ও রহমান খাঁ জানান, নৌকায় দু’জন কাঁকড়া ধরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় বাদুড়ঝুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধা নারী শুয়ে ছিলেন। আমরা ওই নারীকে দেখতে পেয়ে তাকে গাছ থেকে নামিয়ে বাড়িতে নিয়ে এসেছি এবং গাবুরার চেয়ারম্যান সাহেব কে বিষয় টা জানিয়ে বর্তমানে আমার বাসায় রেখে দিয়েছি।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম বলেন, আমি শুনেছি গাবুরা ৯নং সোরা গ্রামের আলমগীর খাঁ ও রহমান নামে দুই জেলে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে ছিল। তারা বাড়িতে আশার সময় নাকি এক বৃদ্ধ নারী গাছের ডালে শুয়ে ছিল দেখতে পায়। পরে তাঁরা সেই বৃদ্ধা নারী কে গাছের ডাল থেকে নামিয়ে সুন্দরবন থেকে উদ্ধার করে নিয়ে এসেছে বাড়িতে।

 

বর্তমান তিনি অসুস্থ আছে তার বাড়িতে রেখে সুস্থ করা হয়েছে বলে এলাকাবাসী জানান, এই বৃদ্ধা নারী বড় বড় নদী পার হয়ে গহীন সুন্দরবনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com