• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯
সর্বশেষ :
গুলিবিদ্ধ হালিমার অবস্থা আশঙ্কাজনক, মামলা হয়নি খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুমু‌রিয়া উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার হি‌সে‌বে মিজ স‌বিতা সরকা‌রের পদায়ন ডুমুরিয়ায় গরু দিয়ে হালচাষ বিলুপ্তির পথে ব্রহ্মরাজপুর বাজারে খামারি প্রশিক্ষণ ও মতবিনিময় সভা নারায়ণগঞ্জে গ্রাম আদালতের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কুমড়োর বড়ি খুলে দিতে পারে কর্মসংস্থান, অর্থনীতির নতুন দিগন্ত কালিগঞ্জে পরকীয়া প্রেমিকার বাড়ি চিনিয়ে দেওয়ায় নারীর মাথায় গু লি খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে প্রায় দেড়লক্ষ টাকা জরিমানা

হঠাৎ ভুঁড়ি বেড়ে যাওয়া কিসের লক্ষণ?

প্রতিনিধি: / ৬৯৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

লাইফস্টাইল: বিশেষজ্ঞদের মতে, হঠাৎ ভুঁড়ি বেড়ে যাওয়ার কারণে হতে পারে লিভার সিরোসিস।‘সিরোসিস অব লিভার’ শব্দবন্ধটি ক্যানসারের চেয়ে কোনো অংশে কম আতঙ্কের নয়। বরং কিছু ক্ষেত্রে এই রোগ ক্যানসারের চেয়ে বেশি ভয়ংকর হতে পারে। কারণ এই রোগ সহজে ধরা পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রেই এতটা দেরি হয়ে যায় যে, তখন আর কিছু করার থাকে না। তবে শরীরে এই রোগ বাসা বাঁধলে, তার কিছু লক্ষণ প্রকাশ পায়। জেনে নিন, কোন কোন লক্ষণ দেখে সতর্ক হবেন।
তলপেটে পানি জমা: দীর্ঘদিনের লিভারের অসুখ থাকলে পেটের তলদেশে তরল জমা হতে পারে। দেখে মনে হতে পারে, পেট ফুলে আছে। এই রকম সমস্যা হলে সতর্ক হতে হবে। হঠাৎ ওজন কমে যাওয়ার পাশাপাশি ভুঁড়ি বেড়ে গেলে সতর্ক হওয়া জরুরি।
পেটের উপর দিকে ব্যথা: দীর্ঘদিন ধরে লিভারের অসুখ থাকলে পেটে তরল জমা হয়ে পেট ফুলে যেতে পারে। সেখান থেকে পেটে ব্যথা হওয়া অস্বাভাবিক নয়। লিভারে পানি জমে আকারে বড় হয়ে গেলে তা আশপাশে থাকা অন্যান্য প্রত্যঙ্গকে চাপ দেয়, তখন ব্যথা অনুভ‚ত হতে পারে।
কালশিটে দাগ: শরীরে ঘন ঘন কালশিটে পড়ে কি? তা হলে সতর্ক হোন। লিভার ভিটামিন কে এর সাহায্যে একটি প্রোটিন উৎপাদন করে, যা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। লিভার পুরোনো ও ক্ষতিগ্রস্ত রক্তের কোষগুলোর ভাঙনেও সহায়তা করে। লিভার বিকল হতে শুরু করলে এটি প্রয়োজনমতো প্রোটিন উৎপাদন করতে পারে না। ফলে সহজেই কালশিটে পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে তৈরি হয়।
জন্ডিস: জন্ডিস খুবই পরিচিত একটি ব্যাধি। এই অসুখে ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। লিভার থেকে নিঃসৃত হলুদ-কমলা রঙের তরল বিলিরুবিনের পরিমাণ বেশি হয়ে গেলে জন্ডিস হয়। লিভারে ক্ষত তৈরি হলে লিভার শরীরে বিলিরুবিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে না। ঘন ঘন জন্ডিস লিভার সিরোসিসের লক্ষণ হতে পারে।
পা ও গোড়ালিতে জ্বালা: পা ও গোড়ালিতে জ্বালা অনুভ‚ত হলে এখনই সতর্ক হোন। অ্যালবুমিন প্রোটিনের উৎপাদন কমে গেলে এ ধরনের সমস্যা হয়।
এই প্রোটিন রক্তনালি থেকে অন্যান্য টিস্যুতে রক্তের ছড়িয়ে পড়াকে প্রতিহত করে। রক্তে এই তরল প্রোটিনের পরিমাণ কমে গেলে তা রক্তনালিকায় জমতে শুরু করে। সূত্র: হেলথলাইন


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com