• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:০১
সর্বশেষ :
তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক আওয়ামীলীগ নেতার নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী বিএনপি ছেড়ে অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে ডুমুরিয়ায় ফুলকপির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২ বাউখোলায় ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত দলের মনোনয়ন আমার কর্ম ও জনগণের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি: কাজী আলাউদ্দিন খুলনা বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী

জয়া-রুবেলের ‘পেয়ারার সুবাস’ অস্ট্রেলিয়ায়

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: সিনেমার প্রিমিয়ারে গিয়ে মারা গেছেন দেশের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। রুবেলের মৃত্যুর দুইদিন পরেই গত শুক্রবার পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সর্বশেষ ছবি ‘পেয়ারার সুবাস’। দেশজুড়ে ২৭টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ছবিটি। এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। আগামী শুক্রবার ফেব্রæয়ারি থেকে জয়া আহমেদ, আহমেদ রুবেল, তারিক আনাম খান অভিনীত এ ছবিটি চলবে দেশটিতে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী শুক্রবার ফেব্রুয়ারি হয়টস-এর ব্যাঙ্কসটাউন হলে এবং আগামী রোববার ক্যাম্পবেলটাউন-এর ডুমারেস্ক স্ট্রিট সিনেমাতে দেখানো হবে ছবিটি। ছবির অস্ট্রেলিয়ার সময়সূচি বঙ্গজ ফিল্মস’র ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরও তিন বছর। পরে সিনেমাটি গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। উৎসবে পুরস্কার না পেলেও ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল সেখানে। ‘পেয়ারার সুবাস’ ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এতে আরও অভিনয়ে করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com