• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬
সর্বশেষ :
ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা দেবহাটার পারুলিয়া ও কুলিয়ার ৪টি গ্রামকে অপু’ষ্টি’মুক্ত ঘোষণা সাতক্ষীরা-১: তরুণ নেতা আরিফুজ্জামান মামুনের জনপ্রিয়তা বাড়ছে দেবহাটায় শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নগরঘাটায় জামায়াতে ইসলামীর জরুরী বৈঠক অনুষ্ঠিত দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার সুধী সমাবেশ দেবহাটায় প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা শ্যামনগরে সরকারিভাবে নিলামকৃত জমি ও মৎস্য ঘের জো’র’পূর্বক দ’খ’লের চেষ্টা বাংলাদেশের প্রতিনিধি হয়ে ব্যাংককে স্পাইন কনফারেন্সে অংশ নিচ্ছেন ডা. পলাশ কালিগঞ্জে ইয়াবাসহ দুই মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক, কা’রাদ’ণ্ড

নেপথ্যে কারা পুনমের মৃত্যুর খবর প্রকাশের ?

প্রতিনিধি: / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: গত শুক্রবার সবাইকে অবাক করে দিয়ে পুনম পান্ডের ইনস্টাগ্রাম থেকে ঘোষণা দেয়া হয়েছিল তিনি মারা গেছেন কিন্তু একদিন পরই পুনম জানান তিনি বেঁচে আছেন। তার এসব কর্মকাÐে নেট দুনিয়া তোলপাড় হয়ে গেছে। তবে কী তৃতীয় কোনো পক্ষ জড়িয়ে আছে এই ঘটনায়?
ভারতের বিতর্কিত অভিনেত্রীর এমন কর্মকাÐে নিন্দা জানিয়েছেন অনেকেই। তিনি তার ভিডিওবার্তায় জানান, জরায়ু মুখের ক্যানসারের সচেতনতা বাড়াতে এমনটা করেছেন। এদিকে মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর জন্য মুম্বাই পুলিশের কাছে দাবি জানান মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে। তার মতে, মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পুনম যা করেছেন তা শাস্তিযোগ্য অপরাধ। আবার একদল এ ঘটনার জন্য দায়ী করেছেন পুনমের ‘পাবলিক রিলেশন’ (পিআর) টিমকে। তবে শেষ মুহূর্তে বেরিয়ে এলো একটি প্রতিষ্ঠানের নাম। সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়ছে। ‘স্কব্যাং’ নামে এক প্রতিষ্ঠান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পুনমের জরায়ু ক্যানসার নিয়ে মিথ্যা খবরের সঙ্গে জড়িয়ে রয়েছে তারা। রয়েছে ‘হটারফ্লাই’ নামে আরও একটি সংস্থার নাম। নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনাও করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।’ পোস্টে আরও লেখা হয়, ‘এই ঘটনা যাদের আঘাত দিয়েছে, তাদের সকলের কাছে আমরা ক্ষমা চাইছি। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল জরায়ু মুখের ক্যানসার নিয়ে সকলকে সচেতন করা। পোস্টে তারা ২০২২ সালের ভয়াবহতা বোঝান। সেই বছর ভারতে মোট ১,২৩,৯০৭ জন নারী জরায়ু মুখের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে মারা যান ৭৭,৩৪৮ জন। প্রতিষ্ঠানটি আরও জানায়, পুনমের মা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তাই পুনম ক্যানসার নিরাময় এবং প্রতিরোধ নিয়ে ভীষণ সচেতন। ভ্যাকসিনের মাধ্যমে যে জরায়ু মুখের ক্যানসার নিরাময় সম্ভব, তাও জানায় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি আরও বলে, ‘স¤প্রতি কেন্দ্রিয় অর্থমন্ত্রী আলোচনার একপর্যায়ে জরায়ু মুখের ক্যানসারের প্রসঙ্গ তুলেছিলেন তখন তা নিয়ে এত হইচই হয়নি। পুনমের মৃত্যুর খবর ছড়ানোর পর থেকেই এই রোগ নিয়ে হঠাৎ আলোচনা বহুগুণ বেড়ে যায়।’ ইন্টরনেটেও এ মুহূর্তে সবচেয়ে বেশি ‘সার্চ’ করা হয়েছে জরায়ু মুখের ক্যানসার নিয়ে। এমনটাই দাবি করেছে প্রতিষ্ঠানটি। পুনম আরও একটি ভিডিওতে বলেন, চার মাস আগে থেকে তিনি এ ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার সহকারীরা এর জন্য দায়ী নয়। ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম পাÐে। ভোজপুরি, কানাড়া ইন্ডাস্ট্রিতেও করেছেন কাজ। তবে সাহসী, খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই সবার নজরে চলে আসেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com