• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮
সর্বশেষ :
ঝিনাইদহে জামায়াত প্রার্থী আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা দেবহাটায় বাড়ি থেকে ১ সন্তানের জননী নিখোঁজ, থানায় জিডি দৈনিক যশোর বার্তা’র সেরা সাংবাদিক নির্বাচিত শেখ মাহতাব হোসেন সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে তিনজন গ্রেপ্তার ডুমুরিয়ায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে চার হাফেজকে পাগড়ী প্রদান যমুনা টিভির আকরামুলের ওপর হামলার ঘটনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আব্দুল মোমিনকে দেখতে গেলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ধূলিহরে মোটর চুরি চক্রের এক সদস্য আটক, ছয়টি মোটর উদ্ধার পাইকগাছায় বাড়ছে ভার্মি কম্পোস্টের ব্যবহার : বাড়তি আয় করছেন উদ্যোক্তা শুকুরুজ্জামান তালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা

পাইকগাছায় জেল থেকে জামিনে বাড়ি এসে বাদীকে মামলা প্রত্যাহারের জন্য  খুন জখমের হুমকি 

প্রতিনিধি: / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জেল থেকে জামিনে বাড়ি এসে বাদীকে হত্যা, মারপিট ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি ধামকিতে বাড়িতে বসবাস করতে পারছে না অসহায় এক পরিবার। এ ঘটনায় থানায় জিডি করায় আরও ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে খুন জখমের হুমকি দিচ্ছে প্রতিপক্ষরা। সরেজমিনে যেয়ে জানাগেছে,উপজেলার লতা ইউনিয়নের হানিরাবাদ গ্রামের মৃত্যু খালেক হাওলাদারের পুত্র মোঃ কদম হাওলাদারের সাথে একই এলাকার মৃত্যু আফজাল হাওলাদারের পুত্র মাদকসহ একাধিক মামলার আসামি মুজিবর হাওলাদার, হাবিবুর হাওলাদার, ও সুলনা হাওলাদারের সাথে দীর্ঘ দিন  জায়গা জমির আইল সিমানা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন গত ২ জুন ২০২৩ রাতে প্রতিপক্ষ মুজিবর,হাবিবুর ও সুলতান হাওলাদার,  কদম আলী হাওলাদারের বিবাহিত কন্যা এক সন্তানের জননী আকলিমা খাতুন ও তার ৭ বছরের শিশু কন্যাকে  একা পেয়ে মারপিট করে জখম করে। এ সময় স্থানীয় লোকজন এসে আকলিমা ও তার শিশু কন্যাকে উদ্ধার করে উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনা আকলিমা খাতুন বাদী হয়ে প্রতিপক্ষ মুজিবুর, হাবিবুর , সুলতান হাওলাদার ও মৃত্যু  আফজাল হাওলাদারের স্ত্রী ফুলবানু বেগমকে আসামী করে গত ১০ জুন ২০২৩ থানায় মামলা করেন। যার নং ১৪।যার জি আর নং ১৮২। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত পূর্বক  ঘটনার সত্যতা পেয়ে আসামিকে আটক করে জেল হাজতে প্রেরন করেন।পরে আসামিরা জেল থেকে জামিনে বের হয়ে কদম আলী পরিবাররকে মামলা পত্যাহার করে নিতে প্রকাশ্যে খুন জখমের হুমকি দিতে থাকে। এ ঘটনায় প্রতিপক্ষদের হাত থেকে রক্ষা পেতে কদম আলীর স্ত্রী নাজমা বেগম থানায় সাধারণ ডায়েরি করেন।যার নং ৫১৫ তাং ১১/০১/২০২৪ ইং। জিডি করায় প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে কদম আলী পরিবারের উপর প্রকাশ্য দিবালোকে গত বুধবার হামলা করে। এ সময় কদম আলী ভয়ে গ্রিলে তালা লাগিয়ে ঘরের ভিতরে বসে থাকে। এ সময় প্রতিপক্ষরা কদম আলীকে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে বলে।তা না হলে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যাবে বলে হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে কদম আলীর  পরিবার ভয়ে বাড়িতে বসবাস করতে পারছে না। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com