• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৬
সর্বশেষ :
দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে আটকিয়ে মারপিট: থানায় অভিযোগ ডুমুরিয়ার মানুষদের কাঁদিয়ে দায়িত্ব শেষে বিদায় নিলেন ইউএনও মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে অ গ্নিকাণ্ড পাটকেলঘাটায় ইজিবাইকসহ গাঁজা উদ্ধার, যুবক আটক সেনাবাহিনীর ‘মিডনাইট অপারেশন’: অস্ত্র-গুলিসহ আটক-১ মুসলিমা খাতুন: গৃহিণী থেকে স্বাবলম্বী মাছচাষি ধানমন্ডি ৩২ ঘিরে রেখেছেন সেনাসদস্যরা, যান চলাচল এখনো বন্ধ শেখ হাসিনার রায় নিয়ে বিবৃতি দিলো ভারত শ্যামনগর আবাদ চন্ডিপুর খোসালখালী মৎস্যজীবী সমিতির অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু

পাইকগাছা কয়রার উন্নয়নে ঐক্যবদ্ধ জনপ্রতিনিধি ও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা 

প্রতিনিধি: / ২৪৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: কৃষি ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেছেন নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। তারা দুর্যোগ কবলিত উপকূলীয় এলাকার উন্নয়নে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তারা। লবণ পানি নিয়ন্ত্রণ ও সুপেয় পানি নিশ্চিত করতে করণীয় নির্ধারণে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।
 সভায় সংসদ সদস্য মো: রশীদুজ্জামান বলেন,মিষ্টি পানির আধারগুলোতেও লবণাক্ততার মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি ভয়াবহ আশংকার। লবণাক্ততা ফসলের ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সমস্যা প্রতিরোধে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ না করলে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে। বাধাগ্রস্ত হবে উপকূল কেন্দ্রিক সরকারের সকল উন্নয়ন। এলাকার সার্বিক উন্নয়ন বিবেচনায় উন্নয়নের স্বার্থে এ অবস্থার পরিবর্তন দরকার। এজন্য লবণ পানি মুক্ত করে মানুষের সুন্দর বসবাসের জন্য উপযোগী করে তুলতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। সুপেয় পানির জন্য প্রকল্প নেওয়া হচ্ছে।  এ সকল কাজে সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে সভায় উপজেলার কৃতি সন্তান আমন্ত্রিত অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বেজার নির্বাহী চেয়ারম্যান সাবেক জনপ্রশাসন সচিব  শেখ ইউসুফ হারুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের ডিআইজি জয়দেব কুমার ভদ্র,বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ আলম মোস্তফা, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের  উপ সচিব মোঃ আশরাফ হোসেন, দুর্নীতি দমন কমিশনের পরিচালক শাহীনুজ্জামান,অতিরিক্ত ডিআইজি সানা শামীনুর রহমান, খুলনার পাউবো’র নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, জনস্বাস্থ্য অধিদপ্তর খুলনার   নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন, বিএডিসির’র প্রধান মনিটরিং সাত্তার গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, জেলা ত্রান ও পুনবাসন কর্মকর্তা অব্দুল করিম,সিনিয়র সহকারী পুলিশ সুপার ( ডি সার্কেল)  মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র,  জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইকবাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী।
 এ সময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com