• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:১৬
সর্বশেষ :
সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন শ্যামনগরে সুপিয় পানির জন্য হাহাকার, সরকারীভাবে বর্ষার পানি সংরক্ষণের ট্যাংক দাবি  ইউএনও’র আদেশ অমান্য করে ঘেংরাইল নদীর ব্রিজের কাজ আবারো শুরু দেবহাটা উপজেলা কৃষি অফিসারের বদলীজনীত সংবর্ধনা প্রদান দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের ৯ প্রার্থীর প্রতিক বরাদ্দ না.গঞ্জ সদরে মাংস প্রক্রিয়াকারীগণের প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জে অজ্ঞাতনামা ব্যাক্তির ক ঙ্কা ল উদ্ধার করেছে থানা পুলিশ পাইকগাছায় স্কুল ছাত্রী ধ র্ষ ণের অভিযোগে থানায় মামলা ; ধ র্ষ ক গ্রেপ্তার  তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু নির্মাণ শ্রমিক ফেডারেশনের ১লা মে আন্তজার্তিক মে দিবস পালিত

বরিশাল বিভাগীয় কৃষি উদ্ভাবনী মেলা ২০২৪ এ অংশগ্রহণ করে ইন্দুরকানী উপজেলার দ্বিতিয় স্থান অধিকার!

প্রতিনিধি: / ৬২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

আবুল কালাম,ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ বরিশাল বিভাগীয় উদ্ভাবনী মেলা ২০২৪ এ অংশগ্রহণ করে দ্বিতিয়
স্থান অধিকার ইন্দুরকানী উপজেলা কৃষি বিভাগ। বরিশাল বিভাগের ৪২ উপজেলার ৩৮ টি প্রজেক্ট ২৪ টি স্টলে অংশগ্রহন করে এতে ইন্দুরকানী উপজেলা দুইটি প্রজেক্ট নিয়ে অংশগ্রহন করে দুইটিতেই ২য় স্থান অধিকার করে। মেলায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব ড. সুবাশ চন্দ্র
বিশ্বাস। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এই বিজয়ে উপজেলার সকল অফিসার বৃন্দ সম্মিলিত ভাবে অভিন্দন জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেসা সুমি সহ সকলকে।
কৃষি অফিস সুত্রে জানাযায় বিভাগীয় ইনোভেশন শোকেজিং এ অংশগ্রহণ করে ইন্দুরকানী উপজেলা ২য় স্থান অর্জন করেছে।
ইন্দুরকানী উপজেলার উদ্ভাবনী উদ্যোগ ছিলো ( বস্তাবন্দি পদ্ধতিতে আদা ও হলুদ চাষের মাধ্যমে কৃষি বিপ্লব) এর আগে জেলা পর্যায় ইন্দুরকানী উপজেলা বস্তাবন্দি পদ্ধতিতে আদা ও হলুদ চাষের প্রথম স্থান অধিকার করে। ৩১ মার্চ বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় আশ্বিনীকুমার টাউনহলে আয়োজীত উদ্ভাবনী মেলায় বিভাগের ৬ জেলার ৪২ টি উপজেলা অংশগ্রহন করে। তার ভিতর পিরোজপুরের ইন্দুরকানী ২য় স্থান অধিকার করে। এবারের বিষয় অনাবাদি স্থায়ী পতিত জমিতে বস্তাবন্দি পদ্ধিতিতে আদা ও হলুদ চাষে বিপ্লব ।
ইন্দুরকানী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা কৃষিকর্মকর্তা কামরুন নেসা সুমির সার্বিক সহযোগীতায় উপজেলায়
ব্যাপক হারে ইনোভেশন শোকেজিং পদ্ধিতিতে আদা ও হলুদ চাষে প্রান্তিক চাষিদের উদ্বুদ্ধ করেছে বলে আজকে এই বিজয়।
এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেসা সুমি বলেন পরিশ্রম কখনও বিফলে যায়না। আমার সকল সহকর্মিদের অভিন্দন জানাই তারা আমাকে সহযোগীতা করেছে ইনোভেশন পদ্ধিতিতে আদা ও হলুদ চাষে চাষিদের আগ্রহ বাড়াতে। বস্তাবন্দি পদ্ধিতিতে আদা হলুদ চাষে আমরা আশানুরুপ ফলাফল পেয়েছি। আর এই জন্যই আজকের এই সুনাম এই সাফল্যের অংশিদার উপজেলার সকল কৃষক, কৃষানী। তাদের ট্রেনিং দিয়ে সার বীজ দিয়ে সহযোগীতা করে এই চাষে আগ্রহ করাতে পেরেছি। এ জন্য সকলকে ধন্যবাদ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com