• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬
সর্বশেষ :
ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা দেবহাটার পারুলিয়া ও কুলিয়ার ৪টি গ্রামকে অপু’ষ্টি’মুক্ত ঘোষণা সাতক্ষীরা-১: তরুণ নেতা আরিফুজ্জামান মামুনের জনপ্রিয়তা বাড়ছে দেবহাটায় শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নগরঘাটায় জামায়াতে ইসলামীর জরুরী বৈঠক অনুষ্ঠিত দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার সুধী সমাবেশ দেবহাটায় প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা শ্যামনগরে সরকারিভাবে নিলামকৃত জমি ও মৎস্য ঘের জো’র’পূর্বক দ’খ’লের চেষ্টা বাংলাদেশের প্রতিনিধি হয়ে ব্যাংককে স্পাইন কনফারেন্সে অংশ নিচ্ছেন ডা. পলাশ কালিগঞ্জে ইয়াবাসহ দুই মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক, কা’রাদ’ণ্ড

বিপাকে রণবীরের রামায়ণ শুটিং শুরুর আগেই

প্রতিনিধি: / ১৯৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বিনোদন: ২০১৬ সালে আমির খানের বøকবাস্টার চলচ্চিত্র ‘দঙ্গল’ দিয়েই নিজের জাত চিনিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি। পরিচালনায় মুনশিয়ানা দেখিয়ে জায়গা করে নিয়েছেন বলিউডের শীর্ষস্থানীয় নির্মাতাদের তালিকায়। এরপর প্রয়াত সুশান্ত সি রাজপুত ও শ্রদ্ধা কাপুরের ‘ছিচোড়ে’ দিয়ে ফের ম্যাজিক দেখান এই পরিচালক। একের পর এক সাফল্যের সঙ্গে তার স্বপ্নের প্রজেক্ট ‘রামায়ণ’ নির্মাণের জন্য নিজেকে তৈরি করছেন ধীরে ধীরে। ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের কাছে ব্যাপক আলোচনায় রামায়ণ। সিনেমাটির কলাকুশলী নিয়ে বিস্তর জল্পনাকল্পনা চলছে। শিগগিরই শুটিংও শুরু হওয়ার কথা রামায়ণের। তবে এরই মধ্যে ধাক্কা খেলেন নিতেশ তিওয়ারি! রামায়ণের রাম চরিত্রে ইতিমধ্যেই রণবীর কাপুরকে চুক্তিবদ্ধ করা হয়েছে। তাই রামায়ণ নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। তবে সিনেমাটির শুটিং শুরু হওয়ার আগে ঘটে গেল বিপত্তি। জানা গেছে, প্রযোজক মধু মন্টেনা সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। নীতেশ তিওয়ারির পরিচালনায় রামায়ণ প্রযোজনা করছিলেন আল্লু অরবিন্দ এবং মধু মন্টেনা। কিন্তু হঠাৎই এমন সিদ্ধান্ত কেন মধু মন্টেনার, তা অবশ্য জানা যায়নি। তবে এভাবে সরে আসা প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি মধু মন্টেনা। সিনেমাটির নির্মাতারাও এখন পর্যন্ত বিষয়টি সম্পর্কে কিছু জানায়নি। চলতি বছরের মার্চ মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা ছিল রামায়ণের। এতে রামের ভ‚মিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। সীতার ভ‚মিকায় দেখা যাবে সাই পল্লবীকে এবং রাবণের ভ‚মিকায় অভিনয় করার কথা রয়েছে ‘কেজিএফ’খ্যাত অভিনেতা যশের। সূত্রের খবর অনুযায়ী, সানি দেওল ভগবান হনুমানের চরিত্রের জন্য সম্মতি জানিয়েছেন। অন্যদিকে ববি দেওল এবং বিজয় সেথুপতিকে কুম্ভকর্ণ এবং বিভীষণের চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। রামায়ণের কলাকুশলীর তালিকায় রয়েছে আরো প্রভাবশালী নাম। রাজা দশরথের চরিত্রে অমিতাভ বচ্চনকে দেখা যাবে বলে জোর গুঞ্জন রয়েছে। শোনা যাচ্ছে, অস্কার বিজয়ী ভিএফএক্স কম্পানি ‘ডিনেগ’ রামায়ণের ভিএফএক্স সম্পাদনা করতে চলেছে। এটি অস্কারজয়ী ‘ওপেনহেইমার’, ‘ইন্টারস্টেলার’, ‘ডুন’ এবং ‘ফার্স্ট ম্যান’সহ বেশ কয়েকটি বøকবাস্টার চলচ্চিত্রে কাজ করেছে, যা বিশ্বব্যাপী সমাদৃত।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com