• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪
সর্বশেষ :
ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা দেবহাটার পারুলিয়া ও কুলিয়ার ৪টি গ্রামকে অপু’ষ্টি’মুক্ত ঘোষণা সাতক্ষীরা-১: তরুণ নেতা আরিফুজ্জামান মামুনের জনপ্রিয়তা বাড়ছে দেবহাটায় শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নগরঘাটায় জামায়াতে ইসলামীর জরুরী বৈঠক অনুষ্ঠিত দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার সুধী সমাবেশ দেবহাটায় প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা শ্যামনগরে সরকারিভাবে নিলামকৃত জমি ও মৎস্য ঘের জো’র’পূর্বক দ’খ’লের চেষ্টা বাংলাদেশের প্রতিনিধি হয়ে ব্যাংককে স্পাইন কনফারেন্সে অংশ নিচ্ছেন ডা. পলাশ কালিগঞ্জে ইয়াবাসহ দুই মা’দ’ক ব্যবসায়ী আ’ট’ক, কা’রাদ’ণ্ড

বিবেক শাহরুখ-প্রিয়াঙ্কার পরকীয়ার গুঞ্জনে মুখ খুললেন

প্রতিনিধি: / ১৭০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিউড কিং শাহরুখ খান। পর্দার মতো বাস্তব জীবনেও রোমান্স কিং তিনি। ভালোবেসে গৌরি খানকে বিয়ে করেছেন শাহরুখ। এ জুটির প্রেম সিনেমার গল্পকেও হার মানায়। কিন্তু শাহরুখ খান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন- এমন গুঞ্জনও চাউর হয়েছিল। শাহরুখ খান কি সত্যি সত্যি পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন? দীর্ঘ সময় পর এ বিষয়ে মুখ খুলেছেন শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু, অভিনেতা-প্রযোজক বিবেক ভাসওয়ানি। সিদ্ধার্থ কানানকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি। আলাচারিতার শুরুতে বিবেক ভাসওয়ানি বলেন, ‘আপনি সেক্সুয়াল সম্পর্কের কথা বলছেন? না, শাহরুখ এ ধরনের মানুষই না। আমি জানি না এই গুঞ্জন কোথা থেকে উঠেছিল। আমরা একই বাড়িতে থাকতাম। আমার বাবা-মাও ছিলেন। ক্যারিয়ার নিয়ে তার চিন্তা ও চাপ ছিল। ওই সময়ে গৌরিকে বিয়ে করতে হয়েছিল। এসবের মধ্যে সম্পর্ক কোথায় হবে?’ ‘তাদের (শাহরুখ-প্রিয়াঙ্কা) মাঝে বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু কোনো সেক্সুয়াল সম্পর্ক ছিল না। এ কথা আমি ভাবতেও পারি না।’ বলেন বিবেক ভাসওয়ানি। শাহরুখের জীবন জুড়ে একজন নারী রয়েছেন। আর তিনি হলেন গৌরি খান। শাহরুখ খান গৌরির প্রতি আসক্ত। এসব তথ্য উল্লেখ করে বিবেক ভাসওয়ানি বলেন, ‘আপনি এমন কতগুলো গুঞ্জন শুনেছেন? আমাদের কাছে প্রিয়াঙ্কা চোপড়ার একটি গুজব ছিল। কিন্তু শাহরুখের আর কি গুজব ছিল? একটিও না। শাহরুখ এ ধরনের মানুষই না।’ ১৯৮৪ সালে এক বন্ধুর বাড়িতে প্রথম দেখা শাহরুখ-গৌরির। তখন শাহরুখের বয়স ২৫। প্রথম দেখাতেই গৌরির প্রেমে পড়েন তিনি। অনেক সংগ্রামের পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তারা। এ দম্পতির তিন সন্তান রয়েছে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com