• বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১
সর্বশেষ :
আশাশুনির তালবেড়িয়ায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করলেন ইউএনও জামায়াতের দিকেই ঝুঁকছে এনসিপি, আসন সমঝোতা প্রায় চূড়ান্ত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ বেতনা নদী খননের মাটি লুটপাটে পুলিশের বাঁধা : হামলায় আহত দুই পুলিশ সদস্য : থানায় মামলা তারেক রহমানের সফরসঙ্গী যারা ঢাকার মগবাজার ফ্লাইওভারে বো*মা নিক্ষেপ, অজ্ঞাত যুবক নি*হত রমিজ সভাপতি ও নূরকে সম্পাদক করে আইডিইবির নারায়গঞ্জ জেলা নির্বাহী কমিটি গঠন আশাশুনিতে জলবায়ু স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনা উদযাপিত সাতক্ষীরা কালিগঞ্জে জলবায়ু সচেতনতা ও সমাজ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্রীভাল্লির জাভেদ আলি ঢাকায় আসছেন

প্রতিনিধি: / ২৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: এই তো বছর দুয়েক আগের কথা। তার কণ্ঠে শ্রীভাল্লি শিরোনামের গান নেট দুনিয়ায় ঝড় তুলেছিল। তেলুগু সিনেমা ‘পুপা: দ্য রাইজর গান এটি। এই গানের মাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রে এলেও তিনি ভারতের অত্যন্ত গুণী ও সফল এক শিল্পী। নাম জাভেদ আলি। তার কণ্ঠে বহু গান হয়েছে শ্রোতাপ্রিয়। নন্দিত এই শিল্পী এবার আসছেন ঢাকায়। গান গাইতে। আগামী ২৬ এপ্রিল পূর্বাচলে ঢাকা এরিনায় গাইবেন জাভেদ। ‘আরবান নাইট উইথ থ্রি নেশনস’ শীর্ষক এই কনসার্টের মূল চমক তিনি। নাম থেকে আঁচ করা যায়, এই কনসার্তে তিনটি দেশের সমন্বয় ঘটবে। হ্যাঁ, ভারতের জাভেদ আলির পাশাপাশি পাকিস্তান থেকেও আসছেন একজন শিল্পী। তার নাম আবদুল হান্নান। এছাড়া বাংলাদেশ থেকে পারফর্ম করবেন কোক স্টুডিও দিয়ে পরিচিতি পাওয়া ঈশান মজুমদার। কনসার্টের আয়োজন করছে অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস ও জির্কুনিয়াম। আয়োজনটি নিয়ে অ্যাসেনের প্রতিষ্ঠাতা ও সিইও আনন্দ চৌধুরী বলেন,কনসার্টের প্রস্তুতি শেষ পর্যায়ে। টিকিট বিক্রিতেও ব্যাপক সাড়া পাচ্ছি। এ কনসার্টে তিন দেশের সংগীতের মেলবন্ধন ঘটবে। দর্শকরা চমৎকার একটি সন্ধ্যা উপভোগ করতে পারবেন।’ অনুষ্ঠানটি উপভোগ করতে হলে সংগ্রহ করতে হবে টিকিট । যেটা পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’-এ। সাধারণ টিকিটের দাম সাড়ে তিন হাজার এবং ভিআইপি টিকিটের দাম ধরা হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা। উল্লেখ্য, জাভেদ আলি হিন্দির পাশাপাশি বাংলা, কন্নড়, তেলুগু, তামিল, মালায়লাম, গুজরাটি, মারাঠিসহ বহু ভাষায় গান করেন। তার গাওয়া কয়েকটি জনপ্রিয় গান হলো- ‘কুন ফায়া কুন’,তু হি হাকিকত’,আরজিয়া’,গালে লাভ যা’,দিওয়ানা কার রাহা হ্যায়’,তু জো মিলা’ ইত্যাদি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com