দেবহাটার এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারী নির্দেশনা অমান্য করাসহ নানাবিধ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে দেবহাটা উপজেলার চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান বাবুলের বিরুদ্ধে। অভিযোগ মতে জানা গেছে, আব্দুল হান্নান বাবুল চাঁদপুর গ্রামের সাবেক শিক্ষক আব্দুস সামাদের ছেলে। পিতার পোষ্য কোটার সুযোগ নিয়ে তিনি শিক্ষকতা পেশায় আসেন।
সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেলেও প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ার কারনে তিনি উক্ত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান। শিক্ষক হিসেবে নিযোগ পাওয়ার পরবর্তীতে তিনি শিক্ষকদের একটি সংগঠনের সাথে জড়িত হন। সেসময় থেকে তিনি শিক্ষকদের বিভিন্ন আন্দোলনের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন সে আন্দোলনে সম্পৃক্ত হয়ে সরকারী নির্দেশনা অমান্য করে বিদ্যালয় বন্ধ রেখে নিজেকে আন্দোলনে সম্পৃক্ত করেন ও অন্যান্য শিক্ষকদের ঐ আন্দোলনে সম্পৃক্ত হতে বাধ্য করেন বলে অভিযোগে জানা গেছে।
এছাড়া বিগত সরকারের সময়ে তিনি সরকারী দলের ছত্রছায়ায় থেকে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কাজে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন সুবিধা পাইয়ে দেয়ার নাম করে উপজেলা শিক্ষা অফিসে এক কর্মকর্তার সাথে যোগসাজশ করে শিক্ষকদের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহন করেন বলেও অভিযোগ আছে।
এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী এধরনের কোন অবিযোগের প্রমান পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন। এবিষয়ে আব্দুল হান্নান বাবুলের কাছে শোনার জন্য চেষ্টা করা হলে তার ব্যবহ্নত সেলফোন নমাবরটি বন্ধ পাওয়া যায়।
https://www.kaabait.com