• শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:১৬
সর্বশেষ :
সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশরাফুজ্জামান আশু কৃষ্ণনগরে ফুটবল প্রতীকের জনসভায় নজরকাড়া উপস্থিতি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতাকর্মী বহিষ্কার আশাশুনিতে আঘাতে নিহত মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনের জানাজা সম্পন্ন ডুমুরিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা তালায় জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ বাংলাদেশ–ভারত কোস্ট গার্ডের তত্ত্বাবধানে আটক জেলেদের বন্দি বিনিময়, পরিবারের কাছে হস্তান্তর আমি এমপি নির্বাচিত হলে সবার বিয়ের ব্যবস্থা করব জনসভায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী হাবিব, শারীরিক অবস্থার উন্নতি সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির প্রয়াত পাঁচ সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালীন চেক হস্তান্তর

পরকীয়া প্রেমের জেরে সাতক্ষীরার গোয়ালপোতায় যুবককে নি*র্যা*তন করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি / ৭৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

উপরকীয়া প্রেমের জেরে সাতক্ষীরা সদরের গোয়ালপাতা গ্রামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

সরেজমিনে জানা গেছে, গোয়ালপাতা গ্রামের মৃত কালিপদ গাইনের ছেলে সন্ন্যাসী গাইনের সঙ্গে একই গ্রামের চন্দন মণ্ডলের স্ত্রী কবিতা রানীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে তা নিয়ে বিরোধের সৃষ্টি হয়।

 

 

অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে সন্ন্যাসী গাইনকে ডেকে নিয়ে কয়েকজন ব্যক্তি তাকে নির্মমভাবে নির্যাতন করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে প্রতিবেশিদেরকেও মারপিট করা হয়।

 

নিমাই চন্দ্র গাইনের অভিযোগ, উৎপল, কৃষ্ণ, চন্দন, অর্ঘ্যসহ আরও কয়েকজন মিলে তার ভাইকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। পরে জরুরীসেবা ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত সন্ন্যাসী গাইনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

 

এদিকে ঘটনার ভিন্ন ব্যাখ্যা তুলে কবিতা রানীর স্বামীও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। তবে অভিযুক্তদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

 

 

ঘটনাটি নিয়ে গোয়ালপাতা এলাকায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com