• বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১২:৩১
সর্বশেষ :
ডুমুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সাথে নির্বাচনী সভা কলারোয়ায় জনসভায় হাবিবুল ইসলাম হাবিব, সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস কেউ ঝগড়া পাঁকাতে আসলে ছেড়ে দেওয়া হবে না: ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা-২ আসনে শেষ মুহূর্তে ভোটে এসে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন সাবেক এমপি আশু সাতক্ষীরায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লাইসেন্স বিহীন ভোজ্য তেলের কারবার: সংবাদ সংগ্রহে হুমকি! না.গঞ্জে সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের জন্মদিন পালিত বিজয়ী হলে সর্বপ্রথম চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান: সাতক্ষীরার জনসভায় জামায়াত আমীর ডুমুরিয়ায় একটি নক্ষত্রের শিক্ষক আবু সাঈদ আহমদ বিদায় তালায় ধানের শীষের নির্বাচনীয় জনসভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সাতক্ষীরায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লাইসেন্স বিহীন ভোজ্য তেলের কারবার: সংবাদ সংগ্রহে হুমকি!

নিজস্ব প্রতিনিধি / ১১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর বাইপাস এলাকায় দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন ও ভেজাল ভোজ্য তেলের রমরমা কারবার চালিয়ে আসছে আরিফুল ইসলাম নামে এক যুবক।এমন গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী কোনো বৈধ ট্রেড লাইসেন্স নেই, বিএসটিআই অনুমোদন নেই, খাদ্যমান নিয়ন্ত্রণ ছাড়াই জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ তেল বাজারজাত করা হচ্ছে।

 

‎সূত্র জানায়, আরিফুল ইসলাম ডিসি অফিসের অনুমোদনের কথা দাবি করলেও বাস্তবে তার ব্যবসার সঙ্গে পৌরসভার বৈধ ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স ফাইল কিংবা ভ্যাট নিবন্ধনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, একটি বিশেষ মহলকে ‘ম্যানেজ’ করেই এই অবৈধ ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন তিনি।

 

‎অভিযোগ আরও ভয়াবহ ভেজাল তেলের বিষয়ে জানতে চাইলে আরিফুল ইসলাম নিজেকে “লাইসেন্সের ঊর্ধ্বে” দাবি করে সাংবাদিকদের হুমকি দেন। সাংবাদিক মাস্টার হাবিব তথ্য সংগ্রহের জন্য ফোন করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ব্যবসা টিকিয়ে রাখতে মাস্তান হিসেবে মাদকাসক্ত মেঝ ভাই সাইফুলকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
‎পরবর্তীতে সাংবাদিক হাবিব মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে গেলে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং তাকে হত্যা করার হুমকির ঘটনাও ঘটে। প্রত্যক্ষ অভিযোগে বলা হয়েছে, মাদকাসক্ত সাইফুল প্রকাশ্যে বলেন“প্রশাসন দেখার সময় নেই, বেশি ঘাঁটাঘাঁটি করলে মেরে ফেলব।

 

‎এ ঘটনায় আরও উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা-র সম্পাদক রাজীব হাসানকে ফোন করে সাইফুল সরাসরি জীবননাশের হুমকি দেয়। ফোনালাপে তারা স্বীকারোক্তির সুরে বলেন—,তাদের ব্যবসা লাইসেন্সবিহীন, ভেজাল তেলের, রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে এবং কোনো সরকারি নথি নেই—এই তথ্য শুধু আপনার কাছে আছে কারণ আপনি পত্রিকার সম্পাদক। এবং সাংবাদিক হাবিব মাষ্টার আপনার লোক।

 

‎এই প্রেক্ষাপটে সম্পাদক রাজীব হাসান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
‎এদিকে স্থানীয়দের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে ৫ আগস্টের পর হঠাৎ করেই আরিফুল ইসলামের অস্বাভাবিক সম্পদের উত্থান কীভাবে? তার পারিবারিক পটভূমি অনুযায়ী, পরিবারের অধিকাংশ সদস্য ছিলেন দিনমজুর ও স্বল্পশিক্ষিত। তার পিতা একজন সাধারণ কর্মজীবী মানুষ ছিলেন, সামান্য সময়ের জন্য জনপ্রতিনিধি হলেও উল্লেখযোগ্য কোনো জমিজমা বা সম্পদের তথ্য নেই। তাহলে সদ্য পড়াশোনা শেষ করা একজন যুবক কীভাবে এত বিপুল অর্থের মালিক হলো। এই প্রশ্নের উত্তর দাবি করছে সাধারণ মানুষ।

 

‎এ বিষয়ে সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা-র সম্পাদক রাজীব হাসান বলেন, ভেজাল তেল সংক্রান্ত বিষয়ে বক্তব্য নিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়। তিনি আইনগত সুরক্ষার জন্য থানায় জিডি করেছেন।

 

‎এদিকে,, নাগরিক নেতা আক্কাস আলী বলেন, ভোজ্য তেল ভেজাল স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। আর গণমাধ্যম কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। তাদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হুমকি প্রদান করা মানে অপরাধীদের স্বামাজ্য প্রতিষ্ঠা করা।প্রশাসনকে দ্রুত এই অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

 

এসকল ভেজাল ব্যবসা বন্ধে পদক্ষেপ নিতে হবে এবং সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান জানান, বিষয়টি অবগত আছেন। জিডি গ্রহণ করা হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

‎এখন প্রশ্ন একটাই, ভেজাল তেল, লাইসেন্সবিহীন ব্যবসা, রাজস্ব ফাঁকি ও সাংবাদিক হত্যার হুমকির মতো গুরুতর অভিযোগের পরও প্রশাসনের ভূমিকা কী হবে? নাকি জনস্বাস্থ্য ও সংবাদকর্মীদের নিরাপত্তা আবারও উপেক্ষিত থাকবে।এই প্রশ্নই ঘুরছে সচেতন মহলে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com