• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১
সর্বশেষ :
কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন শাহবাগের নাম শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ দেশবাসীকে কাদিয়ে না ফেরার দেশে ওসমান হাদি শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভা তালায় আম বাগান থেকে এক ব্যক্তির লা শ উদ্ধার শরিফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের ফ্লাইটের সব টিকিট শেষ, নেতা-কর্মীদের দেশে ফেরার হিড়িক এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান

দেবহাটায় জেলা পরিষদের পুকুরে মাছ চাষ, সুপেয় পানির অভাবে ৫ গ্রামের মানুষ

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২০৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ জুন, ২০২৪
পুকুরে মাছ চাষ, সুপেয় পানির অভাবে ৫ গ্রামের মানুষ

“পানির অপর নাম জীবন” অথচ সেই পানি পান করাটাই এখন বিপদজনক হয়ে উঠেছে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর, দাদপুর, ঘলঘলিয়া, চরশ্রীপুরসহ ৫টি গ্রামের মানুষের। টাউনশ্রীপুরে সাতক্ষীরা জেলা পরিষদের আওতায় পানি বিশুদ্ধকরন পুকুরে মাছ চাষ করা হচ্ছে। সম্প্রতি গত কয়েকদিন উক্ত পুকুরের মাছ মারা যাওয়ার কারনে পানি নষ্ট হয়ে যাওয়ায় আশেপাশের ৫টি গ্রামের মানুষ সুপেয় পানির অভাবে কষ্ট পাচ্ছেন। আবার অনেকে না জেনে উক্ত পানি পান করার কারনে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, টাউনশ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের পাশে সাতক্ষীরা জেলা পরিষদের একটি পুকুর আছে। উক্ত এলাকাসহ আশেপাশের ৫/৬টি গ্রামে গভীর নলকূপ বসানোর কোন পানির স্তর না পাওয়া যাওয়ার কারনে ঐ পুকুর থেকে উক্ত গ্রামের মানুষেরা পানি পান করে আসছে দীর্ঘদিন ধরে।

 

যেহেতু উক্ত পুকুরের পানিটা খুব ভাল তাই মানুষেরা উপায় না পেয়ে এই পুকুরটির পানিই পান করে। যার কারনে উক্ত পুকুরের পাশে গত কয়েক বছর আগে সাধারন মানুষের জন্য বর্তমান উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা একটি পানির ফিল্টার স্থাপন করে দেন।

 

পরবর্তীতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একটি সৌর চালিত মোটর ও বড় ফিল্টার স্থাপন করে দেয়া হয়। পুকুরটি জেলা পরিষদের হওয়ায় সুপেয় পানির জন্য কোন ইজারা দেয়া হয়না। কিন্তু সম্প্রতি গত কয়েক বছর পুকুরটি দেখাশুনা করার জন্য পার্শ্ববর্তী টাউনশ্রীপুর উত্তরপাড়া জামে মসজিদ কমিটি দায়িত্ব নেই। কিন্তু তারা দায়িত্ব নিয়ে একজন ইজারাদারের মাধ্যমে উক্ত পুকুরে মাছ চাষ করা শুরু করে। যার কারনে পানিতে বিভিন্ন সার, মাছের খাদ্যসহ নানানরকম জিনিষ ব্যবহারের কারনে পানির বিশুদ্ধতা নষ্ট হয়ে গেছে।

 

এ ব্যাপারে স্থানীয়রা একাধিকবার বললেও কেউ কোন গুরুত্ব দেইনা। মানুষ উপায় না পেয়ে ঐ পানিই পান করে আসছে। গত ২দিন আগে উক্ত পুকুরে মাছ মরে যায় কিন্তু মানুষজন জানতে না পেরে সেই পানিই পান করছে। এব্যাপারে দায়িত্বপ্রাপ্তদের বা জনপ্রতিনিধিদের জনস্বার্থে উচিত ছিল মাইকিং বা বিভিন্নভাবে পানি নষ্ট হওয়ার বিষয়টি প্রচার করা।

 

এবিষয়ে জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম বলেন, পুকুরটি জনস্বার্থে মসজিদ কমিটিকে ইজারা ছাড়াই দেখাশুনা করার দায়িত্ব দেয়া রয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক বলে তিনি জানান।

 

স্থানীয় ইউপি সদস্য মাহবুবর রহমান বাবলু বলেন, তিনি জানতে পেরে মসজিদ কমিটিকে বলে মরা মাছগুলো পুকুর থেকে উঠানো হয়েছে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে, যে পুকুরটির পানি পান করে জীবন বাঁচাচ্ছে ৫/৬টি গ্রামের মানুষ, সেই পুকুরটি নিয়ে বানিজ্য কেন? সাধারন মানুষ, শিক্ষার্থীসহ অনেকে এবিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, এই সভ্যতার যুগে ও সরকারের স্মার্ট উন্নয়নে এতো অবহেলা কেন। তারা এবিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com