• বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৪
সর্বশেষ :
ডুমুরিয়ায় এবার দাবি আদায়ে কর্মবিরতিতে পরিবার পরিকল্পনার কর্মচারীরা দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুকে ফুলেল শুভেচ্ছা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন! হিন্দুধর্মাবলম্বীদের আমরা সংখ্যালঘু বলতে চাই না, সবাই সমান অধিকার ভোগ করবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সঙ্কটময় পরিস্থিতি সমাধানের পর তফসিল দিন: নাহিদ দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি পালন

দেবহাটায় জামায়াতের অফিস উদ্বোধন ও কর্মী সমাবেশ 

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৩৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
জামায়াতের কর্মী সমাবেশ 

দেবহাটায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে দেবহাটা ফুটবল মাঠে মঙ্গলবার ৪ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, জেলা জামায়াতের ইউনিট সদস্য আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মহিউদ্দীন মাহমুদ ও উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক সাবেক ছাত্র নেতা হাফেজ এমদাদুল হক। দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, দেবহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল,পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু ইউসুফ, সখিপুর ইউনিয়নের আমীর মাওলানা ইয়াকুব আলী, নওয়াপাড়া ইউনিয়নের আমীর মাহবুব হোসেন, দেবহাটা ইউনিয়নের প্রশাসনিক বিষয়ক সম্পাদক ফয়েজুল ইসলাম, দেবহাটার উত্তর ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান, দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি আশিকুজ্জামান প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আগেও ছিল আর এখনো আছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশ থেকে ইসলামকে ধ্বংস করতে সকল আলেম উলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে, বিডিআর বিদ্রোহের নামে চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করে দেশকে শূন্য করে রেখে গেছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই, আর তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে তিনি যোগ করেন। কর্মী সভা শেষে দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com