• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩২

নৌবাহিনীর উল্লাস শিরিনকে নিয়ে

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিন বা শেষ দিনে মুল আকর্ষণ ছিল ২০০ মিটার স্প্রিন্ট। নৌবাহিনীর স্প্রিন্টার শিরিন আক্তার ২০০ মিটার ইভেন্টে তার স্বর্ণ ধরে রেখেছেন। আগের দিন জয় করলে ১০০ মিটার ইভেন্ট, গত শনিবার জয় করলেন ২০০ মিটার। দুটোই তার ছিল এবারও তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারেনি। ৪০০ মিটার রীলেতেও শিরিন পদক জয়ের পথে সবচেয়ে কঠিন কাজটি করে দিয়েছে নৌবাহিনীকে। ৪০০ মিটার পূর্ণ হওয়ার শেষ দিকে। সেনাবাহিনী অ্যাথলেট ছুটে চলেছেন। সবাই খেলেছিলেন সেনাবাহিনী জয়ের পথে। পিছিয়ে থাকা নৌবাহিনীর শিরিন দুরত্ব ঘুচিয়ে সবাইকে চমকে য়ে ল্যান্ডমার্ক স্পর্শ করেন, নৌবাহিনীকে স্বর্ণ এনে দেন। শিরিনকে নিয়ে শুরু হয় নৌবাহিনীর উল্লাস। ব্যক্তিগত দুটি ছাড়াও শিরিনের গলায় ৪টি স্বর্ণ পদক।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com