• শনিবার, ২৮ জুন ২০২৫, ১১:৪১
সর্বশেষ :
শ্যামনগরে প্রতিবন্ধীর জায়গা দ খ লের অপচেষ্টা, মা ম লা দেবহাটায় ডাঃ শহিদুল আলমের ৩১দফা বাস্তবায়নে প্রচারনা শুরু মণিরামপুরের যমযমিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনয়নকে কেন্দ্র করে তোপের মুখে সুপার খেশরায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ বিএনপি মাটি ও মানুষের দল, নেতা নির্ভর দল নয়- নিতাই রায় চৌধুরী বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করা হবে: ডা. শহিদুল আলম তালায় সাবেক এমপি হাবিবুল ইসলামের অংশগ্রহণে জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ইটের পাঁজায় ২০ হাজার টাকা জরিমানা আদায় প্রতিটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ডোপ টেস্ট করা হবে–জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন প্রকল্পের সমাপনী কর্মশালা

দেবহাটার সখিপুরে তুচ্ছ ঘটনায় ভাই ও তার স্ত্রী পুত্রের মারপিটে জ খ ম, হাসপাতালে ভর্তি

দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৯৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

দেবহাটার সখিপুরে তুচ্ছ ঘটনায় চৌকিদার ভাই ও তার স্ত্রী পুত্রের মারপিটে অপর ভাই জখম হয়েছে। মারপিটের কারনে মাথা ফেটে যাওয়ার তাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার সূত্র ও হাসপাতালে ভর্তি উপজেলার সখিপুর ধোপাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম (৬৫) জানান, রবিবার দুপুরের দিকে তিনি ধান কেটে এনে তার বাড়ির মধ্যে উঠানে রেখে দেন। ধানগুলো রাখার পরে তার ভাই সখিপুর ইউনিয়নের চৌকিদার শরিফুল ইসলামের কয়েকটি হাস ধানগুলো খেয়ে নিতে থাকে। এসময় রফিকুল বিষয়টি দেখতে পেয়ে তার ভাই শরিফুলের স্ত্রী রাশিদা (৪০) কে হাসগুলো বেধে রাখার জন্য বলেন। কিন্তু রাশিদা ও তার ছেলে বাপ্পি হাসগুলো বেধে রাখার বদলে রফিকুলকে অশ্লীল ভাষায় গালাগালি দিতে থাকে।

 

রফিকুল একথার প্রতিবাদ করলে রাশিদা ও তার ছেলে বাপ্পি ইট নিয়ে রফিকুলের মাথায় আঘাত করেন। একপর্যায়ে চৌকিদার শরিফুল দা নিয়ে রফিকুলকে মারার জন্য আসে। তখন রফিকুলের ছোট ভাই বাক প্রতিবন্ধী আশরাফুল ছুটে এসে চৌকিদার শরিফুলের নিকট থেকে দা কেড়ে নেয়।

 

রফিকুল জানান, শরিফুল একটি হত্যা মামলার আসামি। সম্প্রতি তার বিরুদ্ধে এক জামায়াত কর্মীকে হত্যা করার বিষয়ে আদালতে মামলা হয়েছে। শরিফুল ও তার স্ত্রী রাশিদা হিংস্র ও প্রতিহিংসা পরায়ন। সবসময় ছোটখাট বিষয় নিয়ে তারা সবাইকে মারতে উদ্যত হয়। বিষয়টি তিনি সকলের দৃষ্টি আকর্ষন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান।

 

এছাড়া এবিষয়ে তিনি দেবহাটা থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com