• রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:২৯
সর্বশেষ :
আশাশুনিতে আধা-নিবিড় পদ্ধতিতে মাছ চাষের ভদ্রকান্ত সরকারের সফলতার গল্প ঢাকায় বড় পর্দায় সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার রায় ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থী- মহম্মদপুরে সেলিমা রহমান সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ডুমুরিয়ার পানি ফল যাচ্ছে সারা দেশে, বাড়ছে বাণিজ্যিক চাষ ডুমুরিয়ায় মৎস্য হাসপাতালের উদ্বোধন নতুন পোশাকে মাঠে নেমেছে পুলিশ অভিভাবক শূন্য মহম্মদপুর, চরম ভোগান্তিতে উপজেলাবাসী পাটকেলঘাটায় মদ–জুয়া–হিরোইন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইমাম–মুয়াজ্জিন–উলামা সমাবেশ দেবহাটায় শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে শ্রমিক সমাবেশে মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

আল মামুন / ১৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে পুলিশ লাইন্স ড্রিলসেডে। ১৬ নভেম্বর, সকাল থেকে শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের অভিভাবক—পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শাহীনুর চৌধুরী গত মাসের সিদ্ধান্ত বাস্তবায়ন তুলে ধরেন। পাশাপাশি এই মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনও উপস্থাপন করেন।

 

পুলিশ সুপার মনিরুল ইসলাম সব পদমর্যাদার সদস্যদের সমস্যাগুলো মন দিয়ে শোনেন। বেশ কিছু বিষয়ে সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত দেন, আর বাকি বিষয়গুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করার কথা জানান।

 

তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন—
ডিউটিতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সার্ভিস রুলস মেনে চলা, মেসে খাবারের মান বজায় রাখা, ড্রেস রুলস অনুসরণ, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা, স্বাস্থ্য সচেতনতা, আবাসস্থলের পরিচ্ছন্নতা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে সদাচরণ।

 

সভায় অবসরজনিত কারণে কনস্টেবল ৩২২, আবু সাইদ খাঁনকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার বায়েজীদ ইসলাম, পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com