• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১২:১২
সর্বশেষ :
প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ আশাশুনিবাসীর সঙ্গে পরিবর্তনের অঙ্গীকারে ডা. শহিদুল আলমের মতবিনিময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জামায়াত মনোনীত প্রার্থীর ছেলের মতবিনিময় সরকারি কেবিএ কলেজের শরীরচর্চা শিক্ষক খোকনের বিদায় সংবর্ধনা সিলগালা শ্যামনগরের বেসরকারি আনিকা প্রাইভেট ক্লিনিক বিডিএফ প্রেসক্লাবে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী সরুলিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক তালায় কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

আল মামুন / ৭৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে পুলিশ লাইন্স ড্রিলসেডে। ১৬ নভেম্বর, সকাল থেকে শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের অভিভাবক—পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শাহীনুর চৌধুরী গত মাসের সিদ্ধান্ত বাস্তবায়ন তুলে ধরেন। পাশাপাশি এই মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনও উপস্থাপন করেন।

 

পুলিশ সুপার মনিরুল ইসলাম সব পদমর্যাদার সদস্যদের সমস্যাগুলো মন দিয়ে শোনেন। বেশ কিছু বিষয়ে সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত দেন, আর বাকি বিষয়গুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করার কথা জানান।

 

তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন—
ডিউটিতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সার্ভিস রুলস মেনে চলা, মেসে খাবারের মান বজায় রাখা, ড্রেস রুলস অনুসরণ, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা, স্বাস্থ্য সচেতনতা, আবাসস্থলের পরিচ্ছন্নতা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে সদাচরণ।

 

সভায় অবসরজনিত কারণে কনস্টেবল ৩২২, আবু সাইদ খাঁনকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার বায়েজীদ ইসলাম, পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com