• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৮
সর্বশেষ :
দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে আটকিয়ে মারপিট: থানায় অভিযোগ ডুমুরিয়ার মানুষদের কাঁদিয়ে দায়িত্ব শেষে বিদায় নিলেন ইউএনও মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে অ গ্নিকাণ্ড পাটকেলঘাটায় ইজিবাইকসহ গাঁজা উদ্ধার, যুবক আটক সেনাবাহিনীর ‘মিডনাইট অপারেশন’: অস্ত্র-গুলিসহ আটক-১ মুসলিমা খাতুন: গৃহিণী থেকে স্বাবলম্বী মাছচাষি ধানমন্ডি ৩২ ঘিরে রেখেছেন সেনাসদস্যরা, যান চলাচল এখনো বন্ধ শেখ হাসিনার রায় নিয়ে বিবৃতি দিলো ভারত শ্যামনগর আবাদ চন্ডিপুর খোসালখালী মৎস্যজীবী সমিতির অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু

পাটকেলঘাটায় ইজিবাইকসহ গাঁজা উদ্ধার, যুবক আটক

নিজস্ব প্রতিনিধি / ৩৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার পাটকেলঘাটায় আবারও মাদকবিরোধী অভিযানে সফলতা পেয়েছে থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে সরুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইকসহ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে এক যুবককে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মানোয়ার হোসেন লাল্টু। তিনি সরুলিয়া গ্রামের কারিগরপাড়ার মৃত সিদ্দীক মোড়লের ছেলে।

 

থানা সূত্রে জানা যায়, লাল্টু মূলত ইজিবাইককে আড়াল হিসেবে ব্যবহার করে এলাকায় গাঁজা সরবরাহ করতেন। মাত্র দুই দিন আগে মাদক মামলায় কারাভোগ শেষ করে তিনি মুক্তি পেয়েছিলেন। কিন্তু বের হয়েই আবার একই অপরাধে জড়িয়ে পড়েন বলে পুলিশের দাবি।

 

পাটকেলঘাটা থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, লাল্টুর বিরুদ্ধে আগে থেকেই অন্তত ৬টি মামলা রয়েছে। প্রতিবারই গ্রেপ্তার হলেও তিনি বের হয়ে একই ধরনের অপরাধে লিপ্ত হন। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

 

পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, এবং এলাকায় মাদকের বিস্তার রুখতে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

 

আটক যুবকের বিরুদ্ধে নতুন করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও ইজিবাইক থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com