নারায়ণগঞ্জে ২০২৬ সনের হজযাত্রীদের ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ২০২৬ সনের হজযাত্রীদের ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার একেএম মেহেদী হাসান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান ও নূরে আলমসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ।
https://www.kaabait.com