গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় পাটকেলঘাটা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি বলেন, আসন্ন নির্বাচনে তালা উপজেলার মোট ৩৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে কোনো কেন্দ্রকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়নি।
তিনি আরও বলেন, ভোটগ্রহণকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সার্বক্ষণিক মোবাইল টিম মাঠে কাজ করছে। কোনো ধরনের সমস্যা বা অনিয়ম নজরে এলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
এসময় মহসিন মার্কেটে অবস্থিত পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী সরদার, সহ-সভাপতি নাজমুল হক খান, সাবেক সাধারণ সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি আব্দুল মতিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
https://www.kaabait.com