সাতক্ষীরা–১ তালা কলারোয়া আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের শারীরিক অবস্থার আগের তুলনায় উন্নতি হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কলারোয়া উপজেলার চন্দনপুরে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় মঞ্চেই তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
পরবর্তীতে তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং আগের তুলনায় উন্নতির দিকে।
ঘটনার পর জনসভাস্থলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে কিছু সময়ের জন্য উদ্বেগ দেখা দেয়। তবে হাবিবুল ইসলাম হাবিবের শারীরিক অবস্থার উন্নতির খবরে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এ সময় নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার জন্য দোয়া প্রার্থনা করেন।
https://www.kaabait.com