• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪৯
সর্বশেষ :
দেবহাটার ইছামতি নদীতে জালে ধরা পড়লো বিশাল এক কচ্ছপ ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধ র্ষ ণের অভিযোগে ধ র্ষ ক আটক কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে বিজিবির টহল জোরদার, সহায়তায় প্রস্তুত এলাকাবাসী কৃষ্ণনগরে চোর-চক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার সম্পদ লুট শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন শ্যামনগরে সরকারি জায়গা দখলের হিড়িক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের বিষ্ণুপুরে শত্রুতার জেরে বৃক্ষ নিধন করেছে দূ র্বৃ ত্তরা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সাংবাদিককে কারাদন্ড দেওয়া সেই ইউএনওকে অবশেষে রংপুরে বদলী

মোহামেডান আবাহনীর লড়াই আগামিকাল

প্রতিনিধি: / ১৮৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ক্লাব কাপ হকির ফাইনালের আগেই দেখা হয়ে যাচ্ছে মোহামেডান ও আবাহনীর। গত মঙ্গলবার গ্রুপ পরবের শেষ খেলায় মেরিনার হারিয়েছে মোহামেডানকে, সন্ধ্যায় আবাহনী ৬-২ গোলে ঊষা ক্রীড়া চক্রকে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বিকাল ৪টায় ঊষা-মেরিনার এবং সন্ধ্যা ৬টায় মোহামেডান-আবাহনী মুখোমুখি হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসের খেলোয়াড় নামিয়েও ক্লাব কাপ হকির গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারল না মোহামেডান। মৌসুমের প্রথম টুর্নামেন্ট, শেষ ম্যাচে মোহামেডান ১-৫ গোলে মেরিনার ইয়াংসের বিপক্ষে হেরে ক গ্রুপ রানার্সআপ হয়েছে। মোহামেডান, মেরিনার, ঊষা ক্রীড়া চক্র, আবাহনীর ঘরে বিদেশি খেলোয়াড়দের ভিড়। মোহামেডান ছাড়া বাকি তিন দল ভারত থেকে খেলোয়াড় এনেছে। মোহামেডানের খেলোয়াড়রা প্রথম একাদশে নেমে খেলেছে শেষ পর্যন্ত। কিন্তু খুব একটা ভালো হয়নি পারফরম্যানস। মোহামেডানের একমাত্র গোলটি করেছেন নিউজিল্যান্ডের চার্ল উলরিচ। এই এক জনই রক্ষণভাগে ভালো খেলেছেন। ওপরে উঠে গিয়েও লড়াইয়ের চেষ্টা করেছেন তিনি। মোহামেডান তো মাঠে নেমেই গোল হজম করেছিল। ভারতীয় তিন খেলোয়াড়ই মেরিনারকে গ্রæপ চ্যাম্পিয়ন করিয়ে দিয়েছে। দ্বিপক ও অজয় গত মঙ্গলবারই প্রথম মাঠে নামলেন। ভারতীয় আরেক খেলোয়াড় প্রদীপ মোর আগেই এসেছেন, গত মঙ্গলবার তার গোলে মোহামেডানের বিপক্ষে এগিয়ে ছিল মেরিনার। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করে মোহামেডান, চার্ল উলরিচ সমতা আনেন। এরপর আর মোহামেডানের দাপট ছিল না। একমাত্র রাসেল মাহমুদ জিমি ভালো খেলেছেন। নিউজিল্যান্ডের চার্ল উলরিচ খেলা শেষে বললেন,রেজাল্ট ভালো হয়নি। ম্যাচ হেরে গিয়েছি। কিন্তু আমাদের দলের খেলায় চেষ্টার কমতি ছিল না। খারাপ খেলিনি আমরা। প্রথম ম্যাচ মানিয়ে নেওয়ার একটা বিষয় থাকে। এখানে অনেক গরম, তবুও মানিয়ে নিতে হবে। গরমের কারণে খেলা কঠিন। এক-দুই ম্যাচ পরই আমাদের খেলায় পরিবর্তন দেখবেন মোহামেডান সমর্থকরা।’ প্রথম কোয়ার্টারে মেরিনারের কৌশিকের গোলে এগিয়ে যায়, মিলনের রিভার্স হিটে ৩-১ হয়। প্রথম পিসি থেকে সবুজ গোল করেন, ৪-১। শেষ কোয়ার্টারে কৌশিকের গোলে (৫-১) মোহামেডানের সব আশা শেষ হয়ে যায়।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com