• রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯
সর্বশেষ :
নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আইজিপি এনসিপি ছাড়লেন তাসনিম জারা ফতুল্লার ক্যালিক্স প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় তীব্র শীতে নাজেহাল খেটে খাওয়া মানুষ তালায় সাবেক ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল জলিলের মৃত্যু ধুলিহর সুপারীঘাটায় তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন ঢাকা ৮ আসনে লড়তে চান শহীদ হাদির বোন মাসুমা ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ওসমান হাদি হত্যা : জবানবন্দি দিলেন প্রধান প্রত্যক্ষদর্শী রিকশাচালক তারেক রহমানের সমাবেশ ঘিরে এ আই ছবির ছড়াছড়ি

ব্যতিক্রমী এক অ্যালবাম ৮ মিনিটে ৮ গানের !

প্রতিনিধি: / ২২৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

বিনোদন: গানের পাশাপাশি দিনটিকেও ব্যতিক্রমী করতে লিপ ইয়ার বেছে নিলেন পার্থিব ব্যান্ড-কর্তা রুমন। এদিন বড় আয়োজনে তিনি তার প্রকাশ করলেন একক অ্যালবাম ‘অপ্রচলিত’। যাতে আছে ৮টি গান। প্রতিটি গানই আলাদা ঘরানার কথা-সুরে সাজানো। মজার ব্যাপার হচ্ছে, পুরো অ্যালবামের দৈর্ঘ্য মাত্র ৮ মিনিট! অর্থ্যাৎ অ্যালবামের প্রতিটি গানের দৈর্ঘ্য প্রায় ১ মিনিট করে। আবার সবগুলো গানেরই হয়েছে থিমেটিক ভিডিও! রুমনের ভাষ্য, ‘১ মিনিট দৈর্ঘ্য বা তারও কম সময়ের গান থাকতে পারে। আছেও নিশ্চয়ই। কিন্তু ৮টা গান দিয়ে ৮ মিনিটের একটা পূর্ণাঙ্গ অ্যালবাম পৃথিবীতে এর আগে হয়েছে বলে আমার জানা নেই। সেজন্যই অ্যালবামের নাম ‘অপ্রচলিত’ রাখা। প্রকাশের জন্য লিপ ইয়ার দিনটাকে বেছে নেওয়া।’ ২৯ ফেব্রæয়ারি রাত ঠিক ৮টায় অ্যালবামটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা হয়। প্রকাশ হয় রুমনের ইউটিউব চ্যানেলে। বিশেষ এই অ্যালবামটির প্রকাশনা আয়োজনে রুমনকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন ফোয়াদ নাসের বাবু, মাকসুদুল হক, শহীদ মাহমুদ জঙ্গী, হামিন আহমেদ, লাবু রহমান, মানাম আহমেদ, টিপুসহ ব্যান্ড সংগীতের অনেক মুখ। ছিলেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, বাপ্পী খান প্রমুখ। অ্যালবামটি প্রকাশের পর সেটি শুনে ও দেখে উচ্ছ¡সিত হয়ে মাইলস-এর মানাম আহমেদ বলেন, ‘দারুণ লেগেছে আইডিয়াটি। যদিও এই প্র্যাকটিসটা আমরাও করতাম, যখন অ্যালবামের প্রচলন ছিল। তখন একসঙ্গে অনেকগুলো গানের ডামি তৈরি করতাম। যেগুলোর দৈর্ঘ্য এক মিনিট বা তারও কম থাকতো। এরপর ব্যান্ড মেম্বার ও বন্ধুদের সেগুলো শোনাতাম। যে সুর বা লিরিকটা ভোট পেতো, সেটা পরে পূর্ণাঙ্গ গান তৈরি করতাম। রুমনের এই আইডিয়া ভালো লেগেছে। আমি খুব অপেক্ষায় থাকবো এই ধরনের উদ্যোগ শ্রোতারা কীভাবে গ্রহণ করেন সেটা জানার জন্য। দেশের ব্যান্ড সংগীতের উপস্থিত প্রায় সবাই মজা করে তাই বলেছেন, ‘এবার গানগুলো পূর্ণাঙ্গ করো’। তবে প্রত্যেকেই ভিন্ন ধারার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সবাই অপেক্ষা করছেন, নতুন ধারার এই গানগুলোকে শ্রোতারা কেমন করে গ্রহণ করে, সেটা দেখবার জন্য। অ্যালবামটি দৈর্ঘ্য মাত্র ৮ মিনিট হলেও এটি তৈরি করতে ৮ মাসের মতো সময় লেগেছে রুমন ও তার সহযোদ্ধাদের। কেমন করে মাথায় ঢুকলো ভিন্ন এই ভাবনা? বিস্তারিত জানালেন রুমন। তো গান বানান, একটা প্রোজেক্ট করেন। সব গানের ডিউরেশন হবে এক মিনিটের।’ আমি হেসে উত্তর দিয়েছিলাম, করাই যায়। তবে সত্যি বলতে কি, ব্যাপারটা তখন সিরিয়াসলি নিইনি। তার কিছুদিন বা দুই এক মাস পর গীতিকবি বাপ্পী খান ভাইয়ের ওয়ালে একটা ছোট্ট লেখা, ‘এই মেঘলা সুন্দরী রাতে’ দেখি। লেখাটা ভীষণ ভালো লাগে। সুর করি সাথে সাথেই। বাপ্পী ভাইকে পাঠাতেই ওনারও খুব পছন্দ হয়। এবং তখনই এন্টোনির দেয়া ভাবনাটা মাথায় ফিরে আসে। শুরু হয় এই প্রোজেক্ট। বাপ্পী ভাই এর ছোট ছোট লেখায় আমি একের পর এক সুর করতে থাকি। তার সাথে যোগ হতে থাকে গালিব, মারুফ আর মেঘলার লেখা। সেই অনেকগুলো গান থেকে ৮টা বেছে নিয়ে তৈরি হয় ‘অপ্রচলিত’ অ্যালবাম। এরজন্য আমাদের ব্যয় হয় ৮ মাসের মতো!’’ অনুষ্ঠানে দাঁড়িয়ে অ্যালবামটি তৈরির গল্প এভাবেই জানালেন রুমন। পাশাপাশি অ্যালবাম সংশ্লিষ্ট সবাইকে জানালেন কৃতজ্ঞতা। অপ্রচলিত অ্যালবামে গানগুলো হচ্ছে, অন্যভ‚বন, ঝুম, একটি প্রেমের গল্প, সে তুমি আর কে?, প্রসঙ্গ প্রিয়তম, জলের সিঁড়ি, নিদারুণ গুনগুন ও মেঘলা সুন্দরী রাতে। ৫টি গানই লিখেছেন বাপ্পী খান। বাকি তিন গীতিকবি মেহরুন নাহার মেঘলা, মারুফ হাসান ও গালিব সর্দার।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com