• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০২:১৮
সর্বশেষ :
পাইকগাছায় জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত ট্রাইব্যুনালের চা’র্জ’শি’টে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হে’ফা’জ’তে রাতে ঝ’ড়ের ক’ব’লে পড়তে পারে ৯ জেলা মহম্মদপুরে খালে গোসলে নেমে তিন শিশুর ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু, এলাকায় শো’কের মা’তম  আশাশুনিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ  দেবহাটায় গাজাসহ আ’সা’মী আটক, থানায় মা’ম’লা প্রায় ২৫০কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদন হয়েছে ডুমুরিয়ায় ধুলিহরে আবারও খাবারে চেতনানা’শ’ক মিশিয়ে নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চু’রি সাতক্ষীরার শিবপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে কোস্ট গার্ড

গৌতম গম্ভীর-বিরাট কোহলির আলিঙ্গন নিয়ে আলোচনা

প্রতিনিধি: / ২১১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

স্পোর্টস: গৌতম গম্ভীর আর বিরাট কোহলির বৈরিতা নিয়ে নতুন করে বলার আছে কমই। প্রায় প্রতি আইপিএলের নিয়মিত দৃশ্য দুজনের বিরোধ। গত আইপিএলে একজনকে আরেকজনের দিকে তেড়ে যেতেও দেখা গেছে। দুজনের দুই দলের মুখোমুখি হওয়া মানেই নতুন কোনো উত্তাপের ঝাঁঝ সামনে আসা। তবে গত শুক্রবার বেঙ্গালুরুতে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে ভিন্ন দৃশ্যই দেখা গেছে। যার একটি ভিডিও এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে। টাইম আউট বিরতির সময় চিরবৈরিতা ভুলে কোহলি-গম্ভীর আলিঙ্গনাবদ্ধ হন। এই সময় ব্যাটিং করছিল বেঙ্গালুরু। রজত পাতিদারকে নিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন কোহলি। বিরতিতে মাঠে প্রবেশ করেন কলকাতার মেন্টর গম্ভীর। তাঁকে দেখে কোহলিই এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন, গম্ভীরও তাতে সাড়া দেন। এরপর তাঁদের আলিঙ্গন। এই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন দুই সাবেক ভারতীয় তারকা রবি শাস্ত্রী ও সুনিল গাভাস্কার। দুজনই বিষয়টি নিয়ে ভালোই মজা করেছেন। শাস্ত্রী বলেন, দুজনকে ‘ফেয়ার-প্লে’ ট্রফি দেওয়া উচিত। গাভাস্কারও থেমে থাকেননি, ‘কেবল ফেয়ার-প্লে না, দুজনকে অস্কার দেওয়া উচিত।’ গত বছর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর। বেঙ্গালুরুর বিপক্ষে এক ম্যাচে তাঁর সঙ্গে বাগবিতÐা হয় কোহলির। দুজন প্রায় হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিলেন। শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁদের ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছিল। দুজনের বৈরিতা অবশ্য খেলোয়াড়ি জীবন থেকেই। আইপিএলেই দুজনকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে একাধিকবার। অবশেষে সেই বিরোধের সমাপ্তি হলো, বলাই যায়!


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com